শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
নারী ফুটবলাররা ক্যাম্পে ফিরছেন ৬ এপ্রিল
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১২:৩৪ এএম আপডেট: ২২.০৩.২০২৫ ১:২৫ এএম |



  নারী ফুটবলাররা ক্যাম্পে ফিরছেন ৬ এপ্রিল

ছুটি কাটিয়ে আগামী ৬ এপ্রিল ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। পরের দিন থেকে শুরু হবে অনুশীলন। বাফুফে থেকে এরই মধ্যে ৫৫ নারী ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে।
ছুটি দেওয়ার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, বিদ্রোহী ১৮ ফুটবলারসহ সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই ঘোষণামতে সাবিনা-মাসুরাসহ ১৮ বিদ্রোহী ফুটবলারকেও ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরার নিজ বাসা থেকে বিদ্রোহী ফুটবলারদের অন্যতম মাসুরা পারভীন জাগো নিউজকে জানিয়েছেন, ‘বাফুফে থেকে আমাদের ম্যাসেজ দিয়ে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আমরা যোগ দিচ্ছি।’
ঈদের পরই ভুটানের ঘরোয়া লিগের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে মাসুরা পারভীন ও গোলরক্ষক রূপনা চাকমার। ভুটান যাওয়ার বিষয়ে মাসুরা পারভীন বলেন, ‘ক্লাবের সঙ্গে যোগাযোগ আছে। ঈদের পরই আমরা যাবো।’
বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘৫৫ ফুটবলারকে ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। কোচ পিটার বাটলারও ছুটিতে আছেন। তার ৬ এপ্রিল ফেরার কথা। ৭ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন। জুনে আছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ও জুলাইয়ে এশিয়ান কাপ বাছাই।’
জাতীয় দল আরব আমিরাতে যাওয়ার আগেই সিনিয়র ফুটবলাররা বিদ্রোহের অবসান ঘটিয়ে অনুশীলনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাহফুজা আক্তার কিরণকে। ৬ এপ্রিল ক্যাম্পে ফিরে সাবিনা-মাসুররা পারভীনরা পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরবে বলেই জানা গেছে।
সবকিছু ঠিকঠাক থাকলে ৭ এপ্রিল সাবিনাদের অনুশীলনে যোগ দেওয়ার মাধ্যমে অবসান হবে নারী ফুটবলারদের বিদ্রোহ।















সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
কুমিল্লায় বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২