চাঁদপুরে আদালতের সামনে থেকে ৫ চেয়ারম্যান গ্রেফতার, কারাগারে পাঠানোর আদেশ
বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় চাঁদপুর সদরের পাঁঁচ ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮
মার্চ) বিকালে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ জামিন
নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন- সদর উপজেলার
২ নম্বর আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর
শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান, ৬ নম্বর মৈশাদী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ৯ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটওয়ারী এবং ১৩ নম্বর হানারচর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল ছাত্তার রাঢ়ী। এর আগে দুপুরে এই পাঁচ চেয়ারম্যান চাঁদপুর
সদর মডেল থানায় করা মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজপত্র সিনিয়র জেলা ও
দায়রা জজ আদালতে জমা দিতে আসেন। পরে আদালতের সামনে থেকে তাদের গ্রেফতার করে
পুলিশ। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
চাঁদপুর সদর মডেল থানার
ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪
আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার আসামি এই পাঁচ
চেয়ারম্যান। শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায়
দায়ের করা ৬৩০ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়। মামলার বাদী আল-আমিন
হোসেন। গত ১৮ অক্টোবর এই মামলা করেন বাদী।’