সবে মাত্র
৬ রাউন্ড হলো। আগামীকাল বুধবার ১৯ মার্চ শেষ হবে এবারের প্রিমিয়ার লিগের
ষষ্ঠ রাউন্ড। আরও ৫ রাউন্ড পুরো বাকি। এখনো অনেক ওঠা-নামার পালা বাকি। এ
মুহূর্তে লিগ টেবিল জমজমাট।
তারপরও এ পর্বে এসে দুটি গুরুত্বপূর্ণ জয়ে
যৌথভাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে নাজমুল হোসেন শান্ত আর মোসাদ্দেক হোসেন
সৈকত, নাহিদ রানার আবাহনী আর এনামুল হক বিজয়ের গাজী গ্রুপ। আবাহনী ও গাজী
গ্রুপের পয়েন্ট সমান ১০ করে। তার পরপরই আছে মোহামেডান ও অগ্রণী ব্যাংক। দুই
দলের পয়েন্ট সমান ৮ করে। তবে মোহামেডান এক খেলা বেশি খেলে ৬ ম্যাচে ৪ জয়
আর ২ পরাজয়ে ৮ পয়েন্ট। আর অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৫ খেলায় চার জয়ে ৮।
এদিকে
আজ মঙ্গলবার ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়ে দুটি মূল্যবান পয়েন্ট পেয়ে ৬
নম্বরে উঠে এসেছে প্রাইম ব্যাংক। সমান ৬ খেলায় প্রাইম ব্যাংক আর ধানমন্ডির
পয়েন্ট সমান ( ৬ করে) হলো এখন।
শেরে বাংলা স্টেডিয়ামে তিন তরুণ জাকির
হাসান (৬৪), ইরফান শুক্কুর (৫৬*) আর শামীম পাটোয়ারীর (৩৭ বলে ৬ চার আর ২
ছক্কায় ৬২) ব্যাটিং দৃঢ়তায় ৩০৮ রানের বড়সড় স্কোর গড়ে জয়ের ভিত গড়ে ফেলে
প্রাইম ব্যাংক। ওই তিনজনের ফিফটিতে গড়া ৩০০+ স্কোর টপকাতে পারেনি নুরুল
হাসান সোহানের দল।
আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানো অধিনায়ক সোহান ৮
রানে ফিরলে ধানমন্ডির জয়ের সম্ভাবনা কমে যায়। তারপরও ফজলে রাব্বি ৭৯ আর
ইয়াসির আলী রাব্বির ৪৬ রানের ওপর ভর করে ২৫৩ পর্যন্ত যায় ধানমন্ডি।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম
ব্যাংক: ৫০ ওভারে ৩০৮/৫ (নাইম শেখ ৩৭, সাব্বির হোসেন ৫০, জাকির হাসান ৬৪,
শাহাদাত দিপু ১৪, ইরফান শুক্কুর ৫৬*, শামীম পাটোয়ারী ৬২*; মঈন খান ৩/৪৬,
হাসান মুরাদ ১/৪০, কামরুল ইসলাম রাব্বি ১/৭৮)।
ধানমন্ডি: ৪৯.৫ ওভারে
২৫৩/১০ (হাবিবুর রহমান সোহান ৪, জাকিরুল জেম ১৯ , ফজলে রাব্বি ৭৯, ইয়াসির
আলী রাব্বি ৪৬, নুরুল হাসান সোহান ৮, মঈন খান ৭, জিয়া ১৭, সানজামুল ৩৭;
হাসান মাহমুদ ৩/৩৮, খালেদ ২/৩২)।
ফল: প্রাইম ব্যাংক ৫৫ রানে জয়ী।