মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫
১১ অগ্রহায়ণ ১৪৩২
চৌদ্দগ্রামে জিয়া মঞ্চের ইফতার মাহফিল
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:৪৬ এএম |


কুমিল্লার চৌদ্দগ্রামে জিয়া মঞ্চ পৌরসভা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডলি রিসোর্ট মিলনায়তনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান মাসুদ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম। জিয়া মঞ্চ চৌদ্দগ্রাম পৌরসভার সভাপতি অলি আহম্মেদ রাজুর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ শাহ জালাল ও সদস্য মামুনুর রশিদ মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, আকতার হোসেন, রাশেদ ইকবাল, মোঃ নাছির, ইলিয়াছ পাটোয়ারী, পৌর কৃষকদলের সভাপতি আবদুল মমিন, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক জহিরুল হক পাটোয়ারী, সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম পৌরসভার যুগ্ম আহবায়ক হানিফ কমিশনার, ইউনুছ মেম্বার, কামাল পাটোয়ারী, শাহ জাহান, জহিরুল ইসলাম জুলন, হারুনুর রশিদ, হারুনুর রশিদ, জোনায়েদ মাসুদ বিল্লাহ বুলবুল, সাইফুল ইসলাম স্বপন, আবদুল ছাত্তার, জয়নাল বিএসসি। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জিয়া মঞ্চের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চৌদ্দগ্রাম পৌরসভায় নিহত জিয়ার আদর্শের সৈনিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা একসাথে ইফতার গ্রহণ এবং নামাজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।   













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আমার বোন কাকলিকে নিয়ে কয়েকটি কথা
পরিবেশ সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিন
তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের শপথ
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
দাউদকান্দিতে যুবদল নেতার কামাল হোসেনের শোকসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তফসিল ঘোষণার আগেই জমজমাট প্রচারণা কুমিল্লায়
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েচিকিৎসকের মৃত্যু
চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে পুনরায় ইটভাটা চালু
কুমিল্লা-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যেবুড়িচং উপজেলা বিএনপির যৌথ সভা
পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২