শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬
১৭ মাঘ ১৪৩২
লাকসামে আজ বিকেলে
জামায়াতের জনসভা দেড় লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের আশা জমায়াতের
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১:২৫ এএম |


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় লাকসাম ষ্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর (দাঁড়িপাল্লা প্রতীক) প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত।
প্রেস ব্রিফিংয়ের জামায়াত নেতারা জানান, জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে 
জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি লকসাম-মনোহরগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। 
জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা- ১১ আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা আবদুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক কুমিল্লা- ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এড. মুহা. শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।
লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল'র সঞ্চালণায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
এছাড়াও বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালক জামায়াতের লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। 
এ সময় জামায়াত নেতা মাস্টার শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর
লাখো জনতার ঐতিহাসিক জনসভা হবে টাউন হল মাঠে-দ্বীন মোহাম্মদ
আবদুস সামাদ ফাউন্ডেশন আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ
নাঙ্গলকোটে পুকুর থেকে ৪দিন পর অটোরিক্সা চালকের লাশ উদ্ধার
কুমিল্লা-১০ ও ৪ আসন বিএনপির ৩ প্রার্থীর প্রার্থিতা বিষয়ে সিদ্ধান্ত জানা যেতে পারে রোববার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় দুই দিনে চার সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির
৩৪৩ চাঁদাবাজ-সন্ত্রাসীর খোঁজে কুমিল্লার পুলিশ
উন্নয়নের রোডম্যাপ তুলে ধরলেন মনির চৌধুরী
আগে বাসের ভেতর থেকে নামেন, বাংলাদেশকে চিনেন
কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের জন্য ভোট চাইলেন গায়ক আসিফ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২