ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা
করতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার
(৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় লাকসাম ষ্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখার কথা রয়েছে।
নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে
গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড.
ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর (দাঁড়িপাল্লা প্রতীক) প্রধান নির্বাচনী
কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত।
প্রেস ব্রিফিংয়ের জামায়াত নেতারা জানান, জনসভায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে
জামায়াতের
আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি
লকসাম-মনোহরগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী
মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
জনসভায় প্রধান বক্তা
হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও
কুমিল্লা- ১১ আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, মাওলানা
আবদুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক
কুমিল্লা- ৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের কুমিল্লা দক্ষিণ
জেলা আমীর এড. মুহা. শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়
সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ জামায়াত ও ১১ দলীয় জোটের
কেন্দ্রীয় নেতারা।
লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের
ফয়সাল'র সঞ্চালণায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, কুমিল্লা-৯
(লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী
মনোনীত প্রার্থী ও জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ
একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা জেলা ও
দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক
প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
এছাড়াও বক্তব্য
রাখেন, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালক জামায়াতের লাকসাম
পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
এ সময় জামায়াত নেতা মাস্টার শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
