কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত
প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো.
কালাম বলেছেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার
চালাচ্ছে। ওই গোষ্ঠী ১৯৭১'এ মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও দেশের বিরুদ্ধে
অবস্থান নিয়েছে। এখন দেশের মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করেছে। একথা এ
দেশের সকলের জানা রয়েছে। তবে তারা কখনো সফল হবে না। এবারের নির্বাচনে জনতার
ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো বৈষম্য ও ভেদাভেদ থাকবে
না। একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার
(২৯ জানুয়ারি) বিকেল ৪টায় কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ)
ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়া মাঠে এক নির্বাচনী জনসভায় বিএনপির প্রার্থী
মো. আবুল কালাম (চৈতী কালাম) এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র
পুনরুদ্ধার করতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম
খালেদা জিয়া তাঁর জীবন উৎসর্গ করে গেছেন। তিনি সারাটা জীবন দেশের জন্য,
গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র
উদ্ধারের জন্য কখনো কারো সঙ্গে আপস করেননি।
মো. আবুল কালাম বলেন,
বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান অবস্মরণীয়। তিনি ছিলেন বহুদলীয়
গণতন্ত্রের প্রবক্তা। আজকে একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার লোভে এদেশের মানুষকে
নানাভাবে ধোকা দিচ্ছে। স্বাধীনতা, সার্বোভৌমত্বের দোহাই দিয়ে মানুষকে
বোকা বানানোর অপচেষ্টা চালাচ্ছে। অথচ তাঁরাই এদেশের সঙ্গে বেঈমানী করেছে।
মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান
নিয়েছিলো।
তিনি বলেন, বিএনপি এদেশের আপামর জনসাধারণের দল। আমি বিএনপি
করতে পেরে গর্ববোধ করছি। বিএনপির চার-চারবার দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে।
সুতরাং রাষ্ট্র, জনগণ কিভাবে চালাতে হবে আমরা জানি। আমি বিএনপির চেয়ারম্যান
তারুণ্যের অহংকার তারেক রহমানের ২৬ বছরের পরীক্ষিত সৈনিক।
তিনি আরো
বলেন, ধানের শীষ বিএনপির প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম
খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার
প্রতীক। এই প্রতীকের মর্যদা ও পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে।
আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে রাখলাম। আগামী ১২ ফেব্রুয়ারি
আপ আপনাদের ভোট প্রদানের মাধ্যমে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে
ইনশাল্লাহ।
আবুল কালাম জনসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, তিনি
নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং
মাদক বলতে কিছুই থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করা হবে।
বিএনপির
প্রার্থী মো. আবুল কালাম এর আগে সকাল সাড়ে ১০টায় কাগৈয়া হাইস্কুলের পাশে,
দুপুর ১২টায় রাজাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে, বিকেল দুইটায় ফুলহরা ঈদগাহ
ময়দান এবং বিকেল তিনটায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে
পৃথক পৃথক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
এসময় লাকসাম উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন
মিশুসহ লাকসাম উপজেলা ও মুদাফরগঞ্জ ইউনিয়নের বিএনপি, ছাত্রল, যুবদল,
স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল এবং কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
