জাতীয়
পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে মানববন্ধন ও
অবস্থান কর্মসূচি পালন করছেন কুমিল্লা নির্বাচন কমিশনের (ইসি) আঞ্চলিক
কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।
বৃহস্পতিবার (১৩ মার্চ)
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা আঞ্চলিক নির্বাচন ভবনের সামনে
দুই ঘণ্টা ব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচী পালন করেন বাংলাদেশ
ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও আইডিইএ-২ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী
ঐক্য পরিষদসহ ইসির কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় এনআইডিসহ সব ধরনের সেবা
কার্যক্রম বন্ধ রাখা হয়।
মানববন্ধনে কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন
কর্মকর্তা মো. মুনীর হোসাইন খাঁন বলেন, আমাদের মূল দাবি জাতীয় পরিচয়পত্র
(এনআইডি) সংক্রান্ত সেবা যেন ইসির অধীনেই বহাল থাকে। ‘আগামী ১৮ তারিখের
(মঙ্গলবার) মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি
কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করার দাবি জানান তিনি। তিনি
আরও বলেন,‘১৮ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ তারিখ (বুধবার)
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের
সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এসময় কুমিল্লার আঞ্চলিক
নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারসহ আরও উপস্থিত ছিলেন কুমিল্লা আঞ্চলিক
নির্বাচন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
ছবি : মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন কুমিল্লা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা-কর্মচারী।