প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:১৪ পিএম |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ বলে জানা গেছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে রেখে অ্যাম্বুলেন্সের চাকা ঠিক করা হচ্ছিল। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার জনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিহতরা হলেন– অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০), যাত্রী সামাদ ফকির (৬৫), তার ছেলে বিল্লাল ফকির (৪০) ও মেয়ে আফসানা ( ২০)। অপর একজনের নাম জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর অ্যাম্বুলেন্স যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও চার জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
ঢাকা মেডিক্যালে পাঠানো একই পরিবারের তিন জন ও চালক নিহত হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।