মাগুরায়
ধর্ষণের শিকার শিশুটির স্মরণে কুমিল্লার পূবালী চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন
করেছে ধর্ষণবিরোধী ছাত্র সমাজ। এছাড়া ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে
ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা পূবালী
চত্বরে পূবালী ব্যাংকের সিঁড়িতে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ সমাবেশ করে
শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ এর আগে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলন
করে মাগুরার শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। পরে তারা সাংবাদিকদের বলেন,
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দ্রুত নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকেই
সবচেয়ে বেশি সোচ্চার সচেষ্ট হতে হবে।
ধর্ষণবিরোধী ছাত্র সমাজের পক্ষে
মাকসুদা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, আমরা কুমিল্লার পূবালী চত্বরের
পূবালী ব্যাংকের সিঁড়িতে গভীর শোক ও ন্যায় বিচারের দাবিতে একত্রিত হয়েছি।
মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল তার দেশের প্রতিটি মানুষ জানে। সে
আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার প্রতি হওয়া অবিচার আমরা ভুলিনি এবং ভুলবো
না। শুধু আছিয়া নয় বিগত সময়ে বাংলাদেশে অগণিত ধর্ষণের ঘটনা ঘটেছে -যার
মধ্যে এখনো পর্যন্ত কোনো একটি ঘটনার বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়নি। আমরা
দল-মত নির্বিশেষে সবাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই।
বিক্ষোভে অংশ
নেয়া শিক্ষার্থী ইম্পা ফারহা বলেন, এই সরকার আমাদের সরকার। আমরা মনে করি এই
সরকার আমাদের কথা শুনবেন। আমাদের বার্তা এ সরকারের প্রধান উপদেষ্টার কাছে
পৌঁছাবে। আমরা আশা করি এই ধর্ষকদের বিচার বাংলার বুকে অবশ্যই হবে। যদি এই
সরকার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে ব্যর্থ হয় আমরা তাহলে তাদের
বিরুদ্ধেও আওয়াজ তুলবো। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা চাই।
বিক্ষোভ সমাবেশে কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ চলে পূবালী চত্বরে।