এশিয়ান
কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ২৫ মার্চ। ইংলিশ
প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী এই ম্যাচ খেলতে বাংলাদেশে
পৌঁছাবেন ১৭ মার্চ। এক সপ্তাহ আগে আসলেও এই সময়ের মধ্যে কোনো অনুশীলন
ম্যাচের ব্যবস্থা নেই। ফলে হামজাকে দলীয় অনুশীলন করেই সরাসরি ২৫ মার্চ
ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে।
বাংলাদেশ ফুটবল দল এখন সৌদি আরবের
তায়েফে ক্যাম্প করছে। গতকাল রাতে সেখানে সৌদি ক্লাব আল ওয়েদাতের সঙ্গে
খেলেছে। ফেডারেশন এই খেলার ছবি-ফলাফল সরাবরহ করেনি ক্লোজড ডোর হওয়ায়। বিগত
সময়ের মতো বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফের বার্তায়
ইতিবাচক মন্তব্যের পাশাপাশি ১৭ মার্চ দেশে ফেরার আগে আরেকটি ম্যাচ খেলার
পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সৌদিতে ম্যাচ খেলার চেয়ে হামজা আসার পর
অন্তত একটি ম্যাচ খেলা অত্যন্ত প্রয়োজন ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক
অধিনায়ক জাহিদ হাসান এমিলি,‘ভারত ম্যাচে আমাদের পরিকল্পনাই হামজাকে ঘিরে।
ফলে হামজা আসার পরই মূলত একটি ম্যাচের প্রয়োজন ছিল। এতে দলীয় কম্বিনেশন ও
পরিকল্পনা পূর্ণাঙ্গ পেত। হামজা নিঃসন্দেহে অনেক বড় মাপের ফুটবলার। এরপরও
দলের সঙ্গে মানিয়ে নিতে তার এবং অন্যদেরও তার সঙ্গে মানিয়ে নিতে একটি ম্যাচ
অবশ্যই প্রয়োজন ছিল।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও
হংকং একই গ্রুপে। ভারত ২৫ মার্চ ম্যাচের ছয় দিন আগে ১৯ মার্চ ম্যাচ ভেন্যু
শিলংয়েই মালদ্বীপের সঙ্গে খেলবে। সিঙ্গাপুর হংকংয়ের বিপক্ষে খেলার আগে
খেলবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের বিপক্ষে। সেখানে বাংলাদেশ সৌদি আরবে
প্রতিপক্ষ খুজে বেড়াচ্ছে তাও খেলার দুই সপ্তাহ আগে। এতে বাফুফের পরিকল্পনার
দায় দেখছেন সাবেক স্ট্রাইকার,‘গ্রুপের অন্য দুই দল ভারত ও সিঙ্গাপুর
সুন্দর পরিকল্পনা করেছে। মালদ্বীপ মাস তিনেক আগে বাংলাদেশের বিপক্ষে
খেলেছে। তাই ভারত বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতির জন্য মালদ্বীপকে বেছে
নিয়েছে। অন্য দিকে এই গ্রুপের চার দলের মধ্যে দুই দলই দক্ষিণ এশিয়ার।
সিঙ্গাপুর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে। সেখানে বাংলাদেশ সৌদি আরবে
ম্যাচ খেলার প্রতিপক্ষ খুঁজছে।’
ফিফা উইন্ডোতে ম্যাচের ৭২ ঘণ্টা আগে
ক্লাব জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য। ২৫ মার্চ ম্যাচ হলেও হামজা ও
তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড উভয় আন্তরিক হওয়ায় খেলার আট দিন আগেই বাংলাদেশে
আসার ব্যবস্থা হয়েছে। এত সময় পাওয়ার পরও বাফুফে এই সময়ের মধ্যে কোনো
প্রস্তুতি ম্যাচ রাখতে পারেনি। হামজাকে নিয়ে এত আশা-ভরসা করলেও তাকে নিয়ে
বাফুফের পরিকল্পনার ঘাটতি স্পষ্টতই।
ভারত ম্যাচের জন্য বাংলাদেশ ২৮
ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করেছে। ৫ মার্চ সৌদি আরবের তায়েফে পৌছায়। সেখান
থেকে ১৭ মার্চ ঢাকা ফিরবে। দুই দিন ঢাকা অনুশীলন করে এরপর ২০ মার্চ হামজাকে
নিয়ে ভারতের শিলংয়ে রওনা হবে। লিগ চলার পথে সৌদিকে কন্ডিশনিং ক্যাম্প
করাতেও বিপত্তি দেখেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার, ‘ফুটবলাররা লিগের
মধ্যে ছিল। এরপর আবার এই কন্ডিশনিং এবং কঠিন অনুশীলনে ম্যাচের আগে
খেলোয়াড়দের ক্লান্তি (গতকাল অনুশীলন ম্যাচের আগেও এক ঘণ্টা প্র্যাকটিস
হয়েছে এমন মন্তব্য করেছেন কোচ) চলে আসার সম্ভাবনা রয়েছে। লিগ চলমান রেখে
হামজা আসার এক সপ্তাহ আগে অনুশীলন করে সে আসার পর এক ম্যাচের ব্যবস্থা করলে
সর্বোত্তম হতো। এখন দীর্ঘ সময় লিগ বন্ধ থাকায় ক্লাবের আর্থিক ক্ষতি,
বিদেশে দল প্রস্তুতিতে এতে ফেডারেশনেরও ব্যয়। এত কিছুর পর ভারত ম্যাচের
ফলাফল কি হয় সেটাই দেখার বিষয়।’
জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের
ক্যাবরেরার দল নির্বাচন, প্রস্তুতি পরিকল্পনার ঘাটতি বিগত সময়ও প্রশ্নবিদ্ধ
ছিল। হামজা চৌধুরীর মতো ফুটবলার বাংলাদেশের হয়ে খেলবেন এরপরও কোচের
পরিকল্পনার গলদ দৃশ্যত। এখানে জাতীয় দল কমিটিরও দায় দেখছেন অনেক সাবেক
ফুটবলার ও কোচ। জাহিদ হাসান এমিলি দৃঢ়ভাবে কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য
করলেও ফুটবলসংশ্লিষ্ট অন্যরা ২৫ মার্চ ভারত ম্যাচ পর্যন্ত অপেক্ষা করছেন।
সেই ম্যাচের ফলাফলের পর তারা কোচ ও ফেডারেশনের দল ব্যবস্থাপনা নিয়ে সরব
হবেন।