একাত্তরের
রণাঙ্গনের সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাবেক, শিক্ষক মোঃ শাহজাহান (৭৫)
রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বুধবার (১২ মার্চ) বাদ যোহর ব্রাহ্মণপাড়া উপজেলার
সিদলাই ইউনিয়নের পোমকাড়া শাহী ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার
নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ
করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ
করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উপপরিদর্শক ( এসআই ) সুজন আশ্চর্যের
নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ
সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন
করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর
মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মাষ্টার পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম
উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।তার মৃত্যুতে এলাকায় সুখের
ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকায় একটি হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে
তিনি দুই ছেলে দুই মেয়ে স্ত্রী সহ হাজার হাজার ছাত্রছাত্রী অনেক গুণগ্রাহী
রেখে যান।
এ সময় তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,জনপ্রতিনিধি, সুধী সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।