নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লা প্রেসক্লাবের সদস্যের সম্মানার্থে ইফতার ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব ভবনের কমিউনিটি সেন্টারে
কুমিল্লার কর্মরত গণমাধ্যম কর্মী, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল
সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা
প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে ইফতার মাহফিলে
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, কুমিল্লার
পুলিশ সুপার নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা
মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর
বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,
কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ
চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক
আবুল কাশেম হৃদয়, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দৈনিক
শিরোনাম পত্রিকার সম্পাদক নিতিশ সাহা, বাংলার আলোড়ন পত্রিকার প্রধান
সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাদা
এমরান, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, সাংগঠনিক
সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ কুমিল্লা প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও
মাঠপর্যায়ের গণমাধ্যম কর্মীরা।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি,
মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত
পরিচালনা করেন কুমিল্লা কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম
ক্বাদেরী।