বাংলাদেশ শিল্প কলা
একাডেমি, চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ এর আয়োজনে বৈশাখী লোকনাট্য উৎসব
অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত
মঞ্চে তিনদিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক পংকজ
বড়ুয়া।
বিশিষ্ট বাচিক শিল্পী মাহাতাব সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো: ফয়েজ উল্লাহ।
অতিথির
বক্তব্য রাখেন সাবেক জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, আবৃত্তি জোট
কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, জাসাস কুমিল্লা মহানগর যুগ্ম আহবায়ক
শেখ ইশতিয়াক পল্লব প্রমুখ।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা
শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথম দিন পরিবেশিত হয় বাংলাদেশের ঐতিহ্য
সংস্কৃতি "গাজীর পট" এবং পালা গান।
আগামীকাল অনুষ্ঠিত হবে "কবি গান ও কারবালার জারী"।