রোববার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১
কুমিল্লায় কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম
গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ১৮.০২.২০২৫ ২:১৭ এএম |



 গণহত্যায় জড়িত প্রত্যেকের  বিচার নিশ্চিত করতে হবেবিচারের আগে শেখ হাসিনা ও তার দোসরদের এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না- উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি খুনিরা এখানো অধরা। খুনিরা পতিত স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। নতুন বাংলাদেশে পতিত খুনি শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা ও পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারিকুল আরও বলেন, ৭২’র সংবিধান একটি ফ্যাসিস্ট সংবিধান। এ সংবিধানের অধীনে যে নির্বাচিত হবে সেই ফ্যাসিস্টে পরিণত হবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা সরাতে চেয়েছিলাম। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। আমরা এমন একটি নতুন রাজনৈতিক দল গঠন করবো যার মাধ্যমে এদেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে। আমরা মনে করি তরুণ প্রজন্ম জেগে উঠেছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারাই আগামীতে এই দেশের নেতৃত্ব দিবে। 
তারিকুল আরও বলেন, বর্তমান কলুষিত রাজনীতির কারণে ভালো মানুষেরা রাজনীতিমুখী হচ্ছে না। এ কাঠামো পরিবর্তন করতে হবে। আমরা যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছি আগামী দিনগুলোতে নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তেমনি সকল অপশক্তিকে মোকাবেলা করবো। আমরা নতুন রাজনৈতিক দল গঠন করে দেশের মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়ন করবো। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্য সচিব রাশেদুল হাসানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ইফফাত জাহানারা নাদিয়া, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল মাহমুদ, মাহমুদুল হাসান, আদর্শ সদর উপজেলার সমন্বয়ক হাফসা আক্তার প্রমুখ। 
অনুষ্ঠান শেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৩০জন ছাত্র জনতাকে আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতিজনকে নগদ এককালীন পাঁচ হাজার টাকা এবং পরবর্তীতে চিকিৎসার আশ্বাস দেওয়া হয়। 


















সর্বশেষ সংবাদ
বিদায় মাগফিরাত
ঈদযাত্রায় ৮ কিলোমিটারে ভোগান্তির শঙ্কা
কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণপাড়ায় হাজীজালাল উদ্দিন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
চান্দিনায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা টাউন হল সংস্কারে দরপত্র জমা পড়েছে মাত্র তিনটি
কুমিল্লায় বহুতল ভবনে আগুন, আহত ৫
এবার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ; আটক ২
কুমিল্লা পলিটেকনিকের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলা
কুমিল্লায়হেফাজতে ইসলামের বিক্ষোভ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২