রোববার ২১ ডিসেম্বর ২০২৫
৭ পৌষ ১৪৩২
কুমিল্লায় ছাত্রলীগ-যুবগলীগের দুই কর্মী গ্রেফতার
বশিরুল ইসলাম:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ১৩.০২.২০২৫ ১:৪০ এএম |



 কুমিল্লায় ছাত্রলীগ-যুবগলীগের দুই কর্মী গ্রেফতার  কুমিল্লায় র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জনই সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের সমর্থক। ১২ ফ্রেব্রুয়ারী জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 
র‌্যাব জানিয়েছে, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সুজানগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সানাউল্লাহ হোসেন (২৫) কে গ্রেফতার করা হয় । সানাউল্লাহ কোতয়ালী থানার সুজানগর গ্রামের মো: আমির হোসেনের পুত্র। সে সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের ভাতিজা ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক সিহানুকের সক্রিয় কর্মী। অপরজন কোতয়ালী থানার কাপ্তানবাজার ৪নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন আহম্মেদ (৪৮) । আলাউদ্দিন কাপ্তান বাজার এলাকার মো: সলিমুল্লাহর পুত্র। র‌্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে তারা উভয়েই আওয়ামীলীগের লিফলেট বিতরণ ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের দুজনকে আটক করেছে। 
র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের তথ্য উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-নিয়মিত অভিযান পরিচালনা করে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে- সফিকুর রহমান
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মনোহরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করলো ‘অল-নিউ হোন্ডা NX200’
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২