সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২
দেবিদ্বারে গোমতীতে ভাসছিল বৃদ্ধের লাশ
শাহীন আলম, দেবিদ্বার
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৩ পিএম |

দেবিদ্বারে গোমতীতে ভাসছিল বৃদ্ধের লাশ কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে আছমত আলী (৮৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দেবিদ্বার পৌর এলাকার শিবনগর ব্রীজের নীচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত আছমত আলী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের শাকতলা নয়াবাড়ির মৃত হামিদ আলীর ছেলে। তিনি ১ সপ্তাহ আগে পৌর এলাকার বালিবাড়ি গ্রামে তার মেয়ে রোশনা আক্তারের বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার ফজরের সময় তিনি নিখোঁজ হন। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শিবনগর ব্রীজের নীচে একটি লাশ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নদী থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পার্শ্ববর্তী বালিবাড়ি এলাকা থেকে নিহতের ছেলেসহ স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। 

নিহতের ছেলে হাফেজ ওবায়দুল্লাহ কুমিল্লার কাগজকে  বলেন, আমার বাবা এক সপ্তাহ আগে আমার বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে সোমবার ফজরের সময় তিনি নিখোঁজ হন। পরে শুনতে পাই প্রায় দুই কিলোমিটার দূরে গোমতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে    ছুটে আসি। আমার বোনের বাড়ি গোমতী নদীর খুব কাছে। বাবা হয়তো ভোরে ফজরের আগে ওযু করতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেছেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস  কুমিল্লার কাগজকে  জানান, গোমতী নদীর শিবনগর ব্রিজের নীচে লাশ ভেসে আছে এমন সংবাদ পেয়ে ওসি তদন্ত শাহিনুর ইসলাম, এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনাস্থল থেকে আছমত আলীর লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে পোস্টমর্টেমের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অনলাইন-অফলাইনে পর্যবেক্ষণে প্রার্থীরা
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার গঠিত হবে: এমদাদুল হক মামুন
কুমিল্লা-১০ আসনে নারী নেত্রী শিউলীর মনোনয়নপত্র সংগ্রহ
দেবিদ্বারে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অবৈধ দুই ইটভাটা বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২