রোববার ২৩ নভেম্বর ২০২৫
৯ অগ্রহায়ণ ১৪৩২
মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদ্যাপন
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ০৪.০২.২০২৫ ১:৫৫ এএম |


 মহা সমারোহে কুবিতে সরস্বতী পূজা উদ্যাপন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্যাপিত হয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা। বাণী অর্চনার মধ্যদিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে প্রতিমা স্থাপন, পুষ্পাঞ্জলি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব পালন করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মুক্তমঞ্চে এ পূজার আয়োজন করা হয়।
এ সময় কুবির পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌরভ  বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, পরিসংখ্যান বিভাগের  বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন মজুমদার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস ইংরেজি বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা পূজা অর্চনায় অংশ নেন।
এ সময় পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সজিব বিশ্বাস বলেন, আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডির সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ক্যাম্পাসে সরস্বতী পূজাটা একটা আনন্দ মুখর পরিবেশের উদযাপন করতে পেরেছি। আমার শিক্ষক মন্ডলী ও ছোট ভাই বোনদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই পূজাটা সম্পূর্ণ করতে পেরেছি। সেই সাথে আমাদের এই অনুষ্ঠানে অনেকে উপস্থিত হয়েছেন, তাদেরর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা প্রাণবন্ত হয়েছে। আমরা চাই প্রতিবছরের মতো আগামী বছরগুলোতেও যেন এমন করে পূজা উদযাপন করতে পারি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পরপর ভূমিকম্প সতর্ক অবস্থানে কুমিল্লার ফায়ার সার্ভিস
কুমিল্লায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
দেশের সংকটে বিএনপিসর্বদা ঐক্যবদ্ধ- মনিরুল হক চৌধুরী
ভুয়া সনদে চাকরি করছেন কুবি শিক্ষক!
চান্দিনায় এলডিপির লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন ও গণসংযোগ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
কুমিল্লায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ
কুমিল্লাকে বিশ্বের অন্যতম মহানগরে পরিণত করব: মনিরুল হক চৌধুরী
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২