চান্দিনার
শহিদ জিয়াউর রহমান রহমান কলেজকে ১-০ গোলা পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে
বুড়িচং কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রী কলেজ। গতকাল শনিবার (১৮ জানুয়ারি)
শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আন্তঃকলেজ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় দুই
দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১ গোলের জয় পায় মতিন খসরু ডিগ্রী কলেজের
খেলোয়াড়রা ।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে জয়ী ও বিজীত দলের হাতে
পুরস্কার তুলেদেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ
বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জানির আহমেদ খান ও জেলা ক্রীড়া
অফিসার সুমন কুমার মিত্র।
সেরা খেলোয়ার পুরষ্কার পেয়েছেন কালিকাপুর
সরকারি ডিগ্রি কলেজের খেলোয়ার আল আমিন, সবোর্চ্চ চারটি গোলদাতার পদক লাভ
করেছেন একই কলেজের ছাত্র মো. মেরাজ।
প্রধান অতিথির বক্তব্যে পঙ্কজ বড়ুয়া
বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার
লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট’ জেলা
পর্যায়ে প্রতিযোগীতা শেষ হয়েছে। আজকের এই প্রতিযোগীতায় উভয় দল ভালো
খেলেছে। উভয় দল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যাবে , যা অত্যান্ত খুশির খবর।
উভয় দলের জন্য শুভ কামনা। এ ক্রীড়া চর্চার মাধ্যমে আমরা আরো এগিয়ে যাবো।
নতুন বাংলাদেশ তৈরিতে, বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরতে এ তরুণ্য ভূমিকা
রাখবে আমার বিশ্বাস।