কুমিল্লার
লালমাইয়ে সামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ফুটবল স্লোগানে,
হোন্ডা, ফ্রিজ, এল.ই.ডি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার (১০
জানুয়ারি) বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া মাঠে এ
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক জহিরুল হক চৌধুরী।
সামছুল
হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মোশারফ হোসেনের উদ্যোগে আয়োজিত
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ঢাকা কিংস ফুটবল ইলেভেন ও
মোস্তফাপুর বিল্লাল স্মৃতি ফুটবল একাদশ। এতে ১-০ গোলে বিজয়ী হয় মোস্তফাপুর
বিল্লাল স্মৃতি ফুটবল একাদশ। খেলায় একমাত্র গোল করে প্লেয়ার অব দ্যা ম্যাচ
হয়েছেন মো: মুন্না।
মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে
চ্যাম্পিয়ন দল পাবে ১টি আকর্ষণীয় মোটরসাইকেল রানারআপ দল পাবে ১টি ফ্রিজ,
৩য় স্থান অর্জনকারী দল পাবে এল.ই.ডি টিভি।
মাষ্টার অহিদুল আলমের
সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর
দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ছোট শরীফপুর
ডিগ্রী কলেজের প্রভাষক আদম ছফি উল্যাহ মামুন, বিএনপি নেতা আবুল কালাম,
উপজেলা যুবদলের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ,
যুবদল নেতা মোজাম্মেল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব
হাবিব প্রমুখ।
আয়োজক কমিটির প্রধান মো: মোশারফ হোসেন বলেন, মূলত যুব
সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলামুখী করার জন্য আমাদের ফাউন্ডেশনের এই
উদ্যোগ এই টুর্নামেন্ট সফল ও স্বার্থক করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা
করছি।