কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি-বিক্ষোভ
|
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং-মিডওয়াইফারি কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা জানান, নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকতে চায়। কোন রোগীর অসুবিধা করে এসব স্বাস্থ্যসেবাকর্মীরা বাইরে কোন বিক্ষোভ বা কর্মবিরতি করতে চায় না। কিন্তু বাধ্য হয়ে নানান মৌলিক দাবিতে তারা মাঠে নেমেছে। কারণ, নার্স ও মিডওয়াইফদের জায়গায় অন্যদের পদায়ন করা হচ্ছে। তা মেনে নেয়া হবে না। সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে মহাপরিচালক -পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ এসব পদে নার্সিং ও মিডওয়াইফদের পদায়ন করতে হবে। কুমিল্লা মেডিকেল কলেজের বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন নার্সিং-মিডওয়াইফারি সংস্কার কমিটির সদস্য সচিব মোঃ হাসান আলী খান এবং প্রধান বক্তা ছিলেন সংস্কার কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম। কুমিল্লা সদর হাসপাতালের কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্যে রাখেন নার্সিং সুপারভাইজার জাহানার বেগম এবং নার্স নেতৃবৃন্দ।
|