বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪
২৫ আশ্বিন ১৪৩১
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১০ পিএম |

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক  সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ সরওয়ার সিদ্দিকী বলেন, একটি দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। একজন মুসলমান যেসব অধিকার নিয়ে বসবাস করবে, একজন হিন্দু-বৌদ্ধ কিংবা খ্রিস্টান সমান অধিকার নিয়ে বসবাস করবে। কোন শব্দ প্রয়োগ করে কাউকে ছোট করা একটি জঘন্য অন্যায়, শরিয়তে এটা নাজায়েজ। ইসলামে সম্প্রীতির বিধান হচ্ছে- ইসলাম তার আদর্শকে প্রেজেন্টেশন করবে। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করে সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামে কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করা শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
ডঃ সরওয়ার উদ্দিন বলেন, রাসূল (সা.) বলেছেন- 'যারা আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ অন্যান্য দেবদেবীর পূজা করে তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না। আমার কোন উম্মত যদি বিধর্মীদের দেব-দেবীদের গালি দেয় তাহলে কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে নালিশ দেব'। ভিন্ন ধর্মাবলম্বীরা পূজা-পার্বনে অপমান অপদস্থ হওয়া ইসলাম বরদাস্ত করে না। ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের কাছে আমানত।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লাকসামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়সরওয়ার সিদ্দিকী বলেন, এবার পূজায় গন্ডগোল বাঁধিয়ে তৃতীয় পক্ষ সুবিধা নেয়ার চেষ্টা করতে পারে। এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী পূজায় জামায়াতের পক্ষ থেকে প্রত্যেক মন্ডপে পাহারার ব্যবস্থা করা হবে। উপজেলা ও পৌরসভায় মনিটরিং সেল গঠন করা হবে। আপনারা যোগাযোগ রাখবেন। কোথাও আক্রান্ত হলে তাৎক্ষণিক দুস্কৃতিকারীদের প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
পৌরসভা জামায়াতের আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডাঃ আব্দুল মুবিন, কুমিল্লা মহানগর জামায়াতের শুরা সদস্য অ্যাডভোকেট মু. বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি জোবায়ের ফয়সাল।
সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বক্তব্য রাখেন, লাকসাম পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, সহ-সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে,সুভাষ বনিক, পিন্টু রঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম সাহা বাচ্চু, রবিন্দ্র কুমার সিংহ, বিদ্যুৎ বড়ুয়া, প্রভাষক সনজিত সাহা।বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত সাহা টাবলু, উপদেষ্টা রমেন্দ্র ভট্টাচার্য, লাকসাম পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি একেএম শাহ আলম,  উপজেলা সহ-সেক্রেটারী নিজাম উদ্দিন মহসিন।
আরও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অমূল্য বনিক, হরি বনিক, সহ-সভাপতি অসীম সাহা, প্রতুল সাহা, সহ-সাধারন সম্পাদক নিটোল সাহা, কোষাধ্যক্ষ উত্তম সাহা, দপ্তর সম্পাদক চন্দন সাহা, স্বপন দাস, অরুণ দাস, সজীব ঘোষ, রানা পোদ্দারসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।












সর্বশেষ সংবাদ
কুমিল্লার ৭৪৮টি পূজা মণ্ডপে ঢাকে পড়বে কাঠি;
সাবেক এমপি ইউসুফ হারুনসহ ১৬ জনের বিরুদ্ধে ২ মামলা
কুবি উপাচার্য হায়দার আলীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
সঠিক তালিকা না থাকায় বিপত্তি
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না : অর্থ উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যতিক্রমী উদ্যোগ
মুজিবুল হক-বাহার-সূচনাসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
কুবি উপাচার্য হায়দার আলী সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২