সোমবার ৭ অক্টোবর ২০২৪
২২ আশ্বিন ১৪৩১
ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
শহীদদের তালিকা চূড়ান্ত করেছে জেলা প্রশাসন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৭ এএম |

ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কুমিল্লার ৩৫ জন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন এলাকায় কুমিল্লার মোট ৩৫ জন প্রাণ হারিয়েছে। জেলার ১১টি উপজেলার এসব শহীদের তালিকা করা হয়েছে। প্রাপ্ত তালিকা অনুযায়ী আন্দোলন চলাচালে সবেচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন দেবিদ্বার উপজেলার ১১ জন। এছাড়াও বরুড়া উপজেলার ৩ জন, চান্দিনা উপজেলার ২ জন, চৌদ্দগ্রাম উপজেলার ২ জন, দাউদকান্দি উপজেলার ৩ জন, হোমনা উপজেলার ১ জন, লাকসাম উপজেলার ২ জন, মনোহরগঞ্জ উপজেলার ১ জন, মুরাদনগর উপজেলার ৪ জন, নাঙ্গলকোট উপজেলার ৩ জন, সদর দক্ষিণ উপজেলার ২ জন ও তিতাস উপজেলার ১ জনসহ মোট ৩৫ শহীদের তথ্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদেও কাছ থেকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
এর আগে ছাত্র-জনতার গণআন্দোলনে প্রাণ হারানো শহীদদেও তালিকা পূর্ণঙ্গ করার লক্ষ্যে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয় এবং এজন্য স্বাস্থ্য সেবা বিভাগ এর ১৩ সেপ্টেম্বর তারিখের ২৭২ নম্বর স্মারকে শহিদদের তালিকা যাচাই-বাছাইকরণের নিমিত্ত জেলা কমিটি গঠন করা হয়। এ প্রেক্ষিতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা হতে প্রাপ্ত তালিকা যাচাই-বাছাই করে ৩৫ জন শহীদের তালিকা চূড়ান্ত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মদানকারী শহীদরা হলেন-
১। হাফেজ মাসুদুর রহমান মানিক (৪২), পিতাঃ ওলীউল্লাহ, মাতাঃ আনোয়ারা বেগম, পেশাঃ কওমী শিক্ষক, ঠিকানাঃ অর্জুনতলা ওয়ার্ড নং-০৮, বরুড়া পৌরসভা, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা ।
২। তাজুল ইসলাম (৫৮), পিতাঃ আইয়ুব আলী, মাতাঃ জাহেদা বেগম, পেশাঃ ব্যবসায়ী, ঠিকানাঃ গামারুয়া, উপজেলা-বরুড়া, জেলা-কুমিল্লা।
৩। আলআমীন (২২), পিতাঃ বাবুল মিয়া, মাতাঃ মনোয়ারা বেগম, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ দৌলতপুর, উপজেলা- বরুড়া, জেলা-কুমিল্লা
৪। মোঃ ফারুক (৩২), পিতাঃ মোঃ দুলাল, মাতাঃ শানুফা বেগম, পেশাঃ ওয়ার্কশপ মিস্ত্রী, ঠিকানাঃ শরীফপুর, সিদ্দিকনগর, উপজেলা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী। সে কুমিল্লার চান্দিনায় বসবাস করতো।
৫। ইমাম হাসান তায়েম ভূইয়া (১৭), পিতাঃ মোঃ ময়নাল হোসেন ভূইয়া, মাতাঃ মোছাঃ পারভীন আক্তার, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ এতবারপুর, উপজেলা- চান্দিনা, জেলা-কুমিল্লা
৬। সাখাওয়াত হোসেন সাদাত (৬০), পিতাঃ আব্দুল মজিদ, মাতাঃ আরাফাতুন্নেসা, পেশাঃ ব্যবসায়ী, ঠিকানাঃ ইলাসপুর ২ নং উজিরপুর, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
৭। জামশেদুর রহমান (২১), পিতাঃ শাহজালাল, মাতাঃ সালেহা বেগম, পেশাঃ । সংযুক্ত। শিক্ষার্থী, ঠিকানাঃ ফেলনা, মুন্সীরহাট, উপজেলা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা ।
৮। মোঃ রিফাত হোসেন (১৫), পিতাঃ হানিফ মিয়া, মাতাঃ রিপা আক্তার, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ সুখীপুর, দাসপাড়া, বারোপাড়া, উপজেলা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা ।
৯। মোঃ জিহাদ হোসেন, পিতাঃ মোঃ আলম মিয়া, মাতাঃ কোহিনুর বেগম, পেশার শিক্ষার্থী, ঠিকানাঃ ঢাকারণাও, হাসানপুর, উপজেলা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা। 
১০। মোঃ বাবু, পিতাঃ মোঃ মান্নান, মাতাঃ আনোয়ারা বেগম, পেশার দিনমজুর, ঠিকানার তুজারভাঙ্গা, দাউদকান্দি পৌরসভা, উপজেলা- দাউদকান্দি, জেলা-কুমিল্লা।
১১। হোসেন মিয়া (১০), পিতাঃ মানিক মিয়া, মাতাঃ মালেকা, পেশাঃ হকার, ঠিকানাঃ সূর্যপুর, জানী, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।
১২। কাদির হোসেন সোহাগ (২২), পিতাঃ মৃত মোঃ আলী, মাতাঃ নাসিমা আক্তার, পেশাঃ চাকরিজীবী, ঠিকানাঃ সূর্যপুর, ভানী, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা। 
১৩। সাগর মিয়া (১৯), পিতাঃ মোঃ হানিফ মিইয়া, মাতাঃ বিউটি আক্তার, পেশাঃ হকার, ঠিকানাও বড়শালঘর, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।
১৪। ফয়সাল সরকার (২৫), পিতাঃ শফিকুল ইসলাম সরকার, মাতাঃ হাজেরা বেগম, পেশার শিক্ষার্থী, ঠিকানাঃ কাচিশাইন, এলাহাবাদ, উপজেলা-দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
১৫। মোঃ রুবেল মিয়া (৩৫), পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, মাতাঃ হোসনে আরা বেগম, পেশাঃ রাজনীতিবীদ, ঠিকানাঃ বারেড়া, উপজেলা- দেবিদ্বার, জেলা-কুমিল্লা। 
১৬। জহিরুল ইসলাম রাসেল (১৯), পিতাঃ মৃত শাহ আলম সরকার, মাতাঃ মুর্শেদা বেগম, পেশা শিক্ষার্থী, ঠিকানাঃ মহেশপুর, ইউসুফপুর, উপজেলা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
১৭। মোঃ রবিন মিয়া (২৮), পিতাঃ মোঃ ইদ্রিস মিয়া, মাতাঃ পারভীন বেগম, পেশাঃ ব্যবসায়ী, ঠিকানাঃ ওয়াহেদপুর, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।
১৮। রায়হান রাব্বী, পিতাঃ ফজর আলী, মাতাঃ আয়েশা বেগম, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ খায়েরাবাদ, জাফরগঞ্জ, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা।
১৯। আমিনুল ইসলাম সাব্বির (১৮), পিতাঃ মৃত আলমগীর হোসেন, মাতাঃ মোছাঃ রিনা আক্তার, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ দক্ষিণ ভিংলাবাড়ি, উপজেলা-দেবিদ্বার, । জেলা-কুমিল্লা ৷
২০। মোঃ নাজমুল হাসান (২২), পিতাঃ মোঃ সৈয়দ আবুল কায়েস, মাতাঃ নাজমা আক্তার, পেশাঃ চাকরিজীবী, ঠিকানাঃ মুরাদনগর, উপজেলা-দেবিদ্বার, জেলা- কুমিল্লা ৷
২১। মোঃ সাইফুল ইসলাম তন্ময়, পিতাঃ মোঃ শহীদুল ইসলাম রনি, মাতাঃ রেবেকা সুলতানা, পেশাঃ অজানা, ঠিকানাঃ এলাহাবাদ, উপজেলা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা । 
২২। শাহ আলম (৪১), পিতাঃ রেণু মিয়া, মাতাঃ সাফিয়া বেগম, পেশাঃ গার্মেন্টসকর্মী, ঠিকানাঃ অনন্তপুর, জয়পুর, উপজেলা- হোমনা, জেলা- কুমিল্লা।
২৩। মোঃ ইউসুফ (৩৫), পিতাঃ শহীদ মিয়া, মাতাঃ মরিয়ম বেগম, পেশাঃ ব্যবসায়ী, কমিটির সকল সদস্যদের ঠিকানাঃ সাতঘর, গোবিন্দপুর, উপজেলা- লাকসাম, জেলা-কুমিল্লা।
২৪। আব্দুর রহমান (২০), পিতাঃ মোঃ বাবুল মিয়া, মাতাঃ জেসমিন আক্তার, পেশাঃ ব্যবসায়ী, ঠিকানাঃ কাজীপাড়া ৫ নং ওয়ার্ড, লাকসাম পৌরসভা, উপজেলা- লাকসাম, জেলা-কুমিল্লা।
২৫। মোঃ মনির হোসেন (৫৪), পিতাঃ মোঃ মমতাজুর রহমান, মাতাঃ সাদিকা বেগম, পেশাঃ নিরাপত্তাপ্রহরী, ঠিকানাঃ আমিনবাড়ি, তালতলা, দাদঘর, উপজেলা- মনোহরগঞ্জ, জেলা-কুমিল্লা।
২৬। আব্দুল আওয়াল মিয়া (৫৭), পিতাঃ মৃত মোহর আলী, মাতাঃ মৃত আনোয়ারা, কমিটির সকল সদস্যদের পেশাঃ রাজমিস্ত্রী, ঠিকানাঃ মোছাগাড়া যাত্রাপুর, উপজেলা-মুরাদনগর, জেলা- । 
২৭। মোঃ পারভেজ (২৩), পিতাঃ মোঃ সোহরাব, মাতাঃ পারভীন বেগম, পেশাঃ । সংযুক্ত। দিনমজুর, ঠিকানাঃ আমিননগর, রামচন্দ্রপুর, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
২৮। আল মামুন আমানত (৪০), পিতাঃ আব্দুল লতিফ, মাতাঃ রাবেয়া খাতুন, পেশাঃ গার্মেন্টসকর্মী, ঠিকানাঃ কৃষ্ণপুর বাজার, ধামগড়, উপজেলা-মুরাদনগর, জেলা- কুমিল্লা।
২৯। নাজমুল কাজী (৩৪), পিতাঃ মোঃ সেলিম কাজী, মাতাঃ নাজমা বেগম, পেশাঃ ব্যবসায়ী, ঠিকানাঃ দৌলতপুর, বাঙ্গুরা বাজার, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা নাঙ্গলকোট ১। 
৩০। সয়দ মোনতাছির রহমান আলিফ (১৬), পিতাঃ সৈয়দ গাজীউর রহমান, মাতাঃ শিরিন সুলতানা, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ দেওভান্ডার, দলখার, উপজেলা- নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা ।
৩১। কাজী আশরাফ আহমেদ রিয়াজ (২৩), পিতাঃ কাজী বাবুল, মাতাঃ রোকেয়া আক্তার, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ বাগড়া, বক্সগঞ্জ, উপজেলা- নাঙ্গলকোট, জেলা- কুমিল্লা।
৩২। মোঃ মিলন (২৮), পিতাঃ নূর ইসলাম, মাতাঃ নূরুন্নেসা, পেশাঃ সিএনজি চালক, ঠিকানাঃ কান্নাপাড়া, উপজেলা- নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা।
৩৩। মাসুম মিয়া (২০), পিতাঃ মোঃ শাহীন মিয়া, মাতাঃ হোসনে আরা বেগম, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ উত্তর রামপুর, ২২ নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা। 
৩৪। হামিদুর রহমান সাদমান (২০), পিতাঃ ইকবাল মজুমদার, মাতাঃ কাজী শারমিন, পেশাঃ শিক্ষার্থী, ঠিকানাঃ দীঘলগাও, পো- চৌয়ারা, উপজেলা- সদর সংযুক্ত। দক্ষিণ, জেলা-কুমিল্লা ।
৩৫। মোঃ সুলতান (৩৯), পিতাঃ শহীদুল্লাহ ব্যাপারী, মাতাঃ রাবেয়া খাতুন, পেশাঃ সিএনজি চালক, ঠিকানাঃ ষোলকান্দি, ইউনিয়ন- জিয়ারকান্দি, উপজেলা- তিতাস, জেলা-কুমিল্লা।
















সর্বশেষ সংবাদ
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
২৯-৩১ অক্টোবর কুমিল্লায় তিনদিন ব্যাপী শচীন মেলা
কুমিল্লায় দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি ও আনসার মোতায়েন
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
অধ্যাপক নাজমা আহমেদের ইন্তেকাল
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
কুমিল্লায় দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি ও আনসার মোতায়েন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২