স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি ও পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের আয়োজনে দিনব্যাপী "বঙ্গবন্ধু আর্ট ক্যাম্প" কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সকাল ১০টায় আর্ট ক্যাম্প শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে আর্ট ক্যাম্প উদ্বোধন করেন শিল্পী চন্দন দেবরায়। এসময় উপস্থিত ছিলেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক বিধান চন্দ, শিল্পী শক্তিকাম সিনহা, পথিকৃৎ কুমিল্লা চারুশিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী গোলাম মোস্তফা, সাংস্কৃতিক সংগঠক এস এ এম আল মামুন। কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী আর্ট ক্যাম্পে কুমিল্লার ২৬ জন চারুশিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে ছবি আঁকেন।
আর্ট ক্যাম্পের ছবিসমূহ নিয়ে আগামী ১৫ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী আয়োজন করা হবে বলে জানান জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।