বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২
বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে কৃষি বিভাগ
প্রণোদনা পাচ্ছেন ৩০ হাজার কৃষক
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫১ এএম |

প্রণোদনা পাচ্ছেন ৩০ হাজার কৃষক

কুমিল্লায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭ উপজেলা প্লাবিত হলেও বন্যার পানিতে ডুবেছে ১২ উপজেলার ফসলী জমি। এতে নষ্ট হয়ে গেছে কৃষকদের সৃজিত আমন ধানের বীজতলা এবং রোপনকৃত ফসলী জমির ধানের চারা। এছাড়াও কৃষকদের সৃজিত শাক-সবজিরও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 
বন্যায় সেই ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাঁড়িয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রায় ২৯ হাজার ৮শ কৃষককের মাঝে বিনা মূল্যে ১৪৯ মে. টন উফশী আমন বীজ ধান, ৫৯৬ মে.টন সার বিতরণ করা হয়েছে। ওইসব কৃষকদের মাঝে ২ কোটি ৯৮ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবীদ্বার, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার গ্রামের পর গ্রাম প্লাবিত হলেও বন্যার পানির জোয়ারে এবং অতিরিক্ত বৃষ্টিতে জেলার চান্দিনা, মুরাদনগর, আদর্শ সদর, সদর দক্ষিণ, বরুড়া ও লালমাই উপজেলার নিম্নাঞ্চলের কৃষকদের ফসলী মাঠ পানিতে ডুবে গেছে। এতে আগামী আমন ধানসহ সৃজিত ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে ১২ উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করে বিঘাপ্রতি একজন কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ইতিমধ্যে বিতরণ করা হয়। কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে জনপ্রতি  নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
সূত্র আরও জানায়- বন্যা ও ভারী বর্ষনে জেলায় প্রায় ৮০ হাজার হেক্টর জমির মধ্যে সৃজিত আউস পাকা ধানের মধ্যে ২২ হাজার হেক্টর পাকা ধান পানিতে নষ্ট হয়ে গেছে। রোপা আমন বীজতলা ৩ হাজার ১৭৮ হেক্টর, রোপা আমন রোপকৃত ধানের চারা ২২ হাজার ১৯৩ হেক্টর, খরিপ-২ শাকসবজি ১ হাজার ৪১৩ হেক্টর এবং ৭৭ হেক্টর আখ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়।
এদিকে, ক্ষতিগ্রস্থ ১১ উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে মোট ১৫ মে. টন ধানের বীজ বিতরণ করে সিনজেন্টা বাংলাদেশ লি. নামের একটি কোম্পানী। 
কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ জানান, উপজেলার প্রতিটি কর্মকর্তা মাঠ পর্যায় থেকে তালিকা করে ক্ষতিগ্রস্থ কৃষকদের চিহ্নিত করেছে। ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ইতিমধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৯৮% ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ সম্পন্ন হয়। আগামী ২/৩ দিনের মধ্যে তালিকার শতভাগ কৃষকদের  মাঝে কৃষি প্রণোদনা পৌঁছে দিতে সক্ষম হবো। প্রতিবিঘা জমির বিপরীতে এ বরাদ্দ প্রদান করা হয়। যদি কোন কৃষকের ২-৪ বিঘা জমি থাকে সেই কৃষক সেই পরিমাণ সার ও বীজ পাবেন। কৃষকদের তথ্য ও উপদেশ দিয়ে সহায়তা করছেন উপ-সহকারি কৃষি কর্মকর্তারাও। 












সর্বশেষ সংবাদ
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
কভার্ড ভ্যানের চাকায় মাথা থেঁতলে যুবকের মৃত্যু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
কুমিল্লায় এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস বিএম বাস্তবায়ন সভা
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দুই মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চাকরিতে যোগদানের পরদিন কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮
সাবেক কাউন্সিলর বাবুল কারাগারে
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২