প্রথম
শ্রেণির ক্রিকেটে ৫৩৬ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ডটি এসেছিল ২০১০
সালে। ১৪ বছর পর সেই রেকর্ডটি ভেঙে দেওয়ার একেবারে নিকটে পৌঁছে গিয়েছিল
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল গ্ল্যামরগন। গ্লস্টারশায়ারের করা
৫৯২ রান পেরোতে পারলে তারা ইতিহাস গড়ে ফেলতো। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই
ম্যাচটি টাই হয়ে গেছে। দারুণ রোমাঞ্চকর এই লড়াই দেখা গেছে গতকাল (বুধবার)।
বুধবার
ছিল গ্লস্টারশায়ার-গ্ল্যামরগন ম্যাচের শেষ দিন। লক্ষ্য তাড়ায় ইনিংসের
একেবারে শেষ বলে গ্ল্যামরগনের দরকার ছিল ১ রান। গ্লস্টারশায়ারের পেসার আজিত
সিং ডেলের লেংথ ডেলিভারিতে স্ট্রাইকে থাকা জেমি ম্যাকলরয় ব্যাট চালান।
কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে থাকা জেমস ব্রেসির
হাতে। একটু পেছন দিকে শূন্য লাফিয়ে দারুণ ক্ষিপ্রতায় গ্লাভস খুলে ফেলা এক
হাতেই বলটি মুঠোবন্দি করলেন ব্রেসি। এরপর মাটি থেকে ওঠে বল ফেলেই এক ছুটে
তিনি চলে গেলেন বাউন্ডারির কাছে! তার পেছনে তখন সতীর্থরা। দারুণ এক ইতিহাস
গড়ার হাত থেকে বঞ্চিত করলেন গ্ল্যামরগনকে।
এর আগে ৫৩৬ রানের লক্ষ্য তাড়া
করে প্রথম শ্রেণির ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। ২০১০ সালে ভারতের দুলিপ
ট্রফির ম্যাচে সাউথ জোনের বিপক্ষে সেই লক্ষ্য তাড়ায় ওয়েস্ট জোন ৩ উইকেটে
জিতেছিল। সেই রেকর্ড ভাঙার দারুণ সুযোগ থাকলেও, অক্ষতই রয়ে গেল। কারণ
গ্ল্যামরগন সমান ৫৯২ রান করেই থেমে গেল কাউন্টিতে। যা হতে পারত প্রথম
শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।