মনোহরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমানের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা রোববার উপজেলা ডাক বাংলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন ভেন্ডরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান। উপজেলা দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী দীপংকর মজুমদার, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মনির আহম্মদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ পাটোয়ারী, সদস্য আব্দুল মমিন, মমিন উল্লাহ প্রমুখ। এতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরীসহ উপজেলা দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ ও উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকারীগণ। জানা যায়, উপজেলা সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমান গত ২৫ অক্টোবর ২০২১ইং তারিখে মনোহরগঞ্জ উপজেলায় যোগদান করেন। এ সময় তিনি সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা বদলী হন তিনি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সাব-রেজিস্ট্রার নুরজাহান রহমানকে তার কর্মদক্ষতার জন্য ফুলেল শুভেচ্ছা ও সম্মান ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।