নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ঐতিহ্যবাহী ভগবতী পেড়া ভাণ্ডারের সত্তাধিকারী,
কুমিল্লার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, বাংলাদেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট কিরণময় দত্ত ঝুনু পরলোক গমন করেছেন।
শুক্রবার
রাত ৮টা ৪৫মিনিটে শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। কুমিল্লার বিশিষ্ট
ব্যবসায়ী এবং শ্রী রাজরাজেশ^রী কালি মন্দিরের সভাপতিএডভোকেট কিরণময় দত্ত
ঝুনুদীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন
ছিলেন।মৃত্যকালে তিনি স্ত্রী অনিতা দত্ত সহ বহু গুনগ্রাহী শুভানুধ্যায়ী
আত্মীয় স্বজন রেখে যান।তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি কুমিল্লা ক্লাবের
সাবেক সহ সভাপতি ছিলেন। এছাড়া এড কিরনময় দত্ত কুমিল্লা মহেশ চ্যারিটেবল
ট্রাস্ট , কে কে দত্ত ট্রাস্ট এর ট্রাস্টি, চাঁনমনি কালীবাড়ী পরিচালনা
কমিটির সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
পারিবারিক সূত্রে
জানা গেছে, শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ শনিবার সকাল ১০টা থেকে ১২টা
পর্যন্ত নগরীর মনোহরপুর শ্রী শ্রী কালীমাতা মন্দিরে রাখা হবে। পরবর্তীতে
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।