ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। রোববার ২৪ মার্চ প্রথম দিন পাওয়া যাচ্ছে ৩ এপ্রিলের আগাম টিকিট। তবে অনেকেই অনলাইনে চেষ্টা করে টিকিট কাটতে পারেননি। বরাবরের মতো এবারও সংকট আছে এসি টিকিটের।রেলস্টেশনের চাপ কমাতে ও কালোবাজারি ঠেকাতে দ্বিতীয়বারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে দেয়ায় কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। টিকিট বিক্রির ওয়েবসাইট ও অ্যাপের সার্ভারের ওপর চাপ কমাতে এবারই প্রথম দুই ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে।রোববার প্রথম ধাপে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের জন্য ও দ্বিতীয় ধাপে পূর্বাঞ্চলের জন্য দুপুর ২টা থেকে এ কার্যক্রম চলবে। এবারই প্রথম টিকিট ক্রয় বিক্রয় পদ্ধতিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থা চালু করেছে রেলওয়ে।কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে রেলওয়ে। ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ঈদের ঈদের আগের সাত দিনের আগাম টিকিট দেয়া হবে। সোমবার দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট। আগাম টিকিট বিক্রি চলবে ৩০ মার্চ পর্যন্ত।