কুমিল্লা
ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন 'ভিক্টোরিয়া কলেজ থিয়েটার
এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ২০০৯
সালের ২১ ফেব্রুয়ারিতে নাট্য সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এক ঝাঁক
নাট্যপ্রাণ তরুণ সংস্কৃতি কর্মিদের আন্তরিক প্রচেষ্টায় সংগঠন এ বছর ১৫ বছর
শেষ করে ১৬ বছরে পদার্পণ করলো, এমন মাহেন্দ্রক্ষণকে আরো স্মরণীয় করতে এবার
সাবেক সব দায়িত্বশীলরা আয়োজন করল তাদের ১ম পুনর্মিলনী। যদিও প্রতি বছর
আনন্দ ভ্রমণ, নাট্য উৎসব, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছাড়াও জাতীয় দিবস
সমূহে ভিসিটি'র সরব কর্মসূচি বরাবরই আছে। দুই দিন ব্যাপী এই আয়োজনে
ভিসিটি'র প্রতিষ্ঠা থেকে শুরু করে এযাবত পর্যন্ত সকল নাট্য শিল্পী, সাবেক
সদস্য, শিক্ষক উপদেষ্টাবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, কলেজ প্রশাসন ও
বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবে। ভিসিটি'র দীর্ঘদিনের এই পথ চলায়
যুক্ত হয়েছে অনেক অর্জন, তার ধারাবাহিকতা অর্জন করেছে বাংলাদেশ গ্রুপ
থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং ক্যাম্পাস থিয়েটার
আন্দোলোনের সদস্য পদ।
নাট্য চর্চার ধারাবাহিকতা দেশ ও দেশের বাইরে নাটক
প্রদর্শন, কর্মশালা আয়োজন ও নাট্যশিল্পী তৈরিতে এই সংগঠনটি দীর্ঘদিন কাজ
করে আসছে। ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এ পর্যন্ত ৩৬ টি মঞ্চ নাটক প্রযোজনা
করেছে এবং ২৫০ টিরও বেশি প্রদর্শনী করেছে।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের এই মিলন মেলায় আগত সকল অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।