সিলেটের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)
নির্বাচন স্থগিত ও অবিলম্বে নির্বাচন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিৱ করেছে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরী। মঙ্গলবার(২১ জানুয়ারী)
বিকেল ৫টায় ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর ব্যানারে নগরীর
সালাউদ্দিন মোড় থেকে পূবালী চত্ত্বর এলাকায় শাকসু নির্বাচন স্থগিত ও
নির্বাচন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে
সংক্ষিপ্ত সমাবেশও করেন দলীয় নেতৃবৃন্দরা।
সংক্ষিপ্ত সমাবেশে
নেতৃবৃন্দরা বলেন, ইসি ভবনের সামনে ‘মব’ সৃষ্টি করে শাকসু নির্বাচন বন্ধের
প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতেই আমাদের বিক্ষোভ
কর্মসূচি। ছাত্র সংসদ বানচাল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কখনো
ইসিকে ব্যবহার করে বিবৃতি আদায় করা হয়েছে। আবার কখনো আইনজীবীদের দিয়ে আবেদন
করিয়েছে। একটি ছাত্র সংসদ বন্ধ করতে ‘মব’ সৃষ্টি করার এমন নজির দেশে বিরল।
শাকসু নির্বাচনে শিক্ষার্থীরাই আপনাদের লাল কার্ড দেখাবে।
বিক্ষোভ
মিছিলে শিবিরের নেতা কর্মীরা “হারার ভয়ে খেলে না, সে কথা তো বলে না”,
“শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”, আই হ্যাভ এ প্ল্যান, শাকসু
ভ্যান”, “শাকসু নিয়ে টালবাহানা চলবে না, চলবে না”, “তুমি আমি চাই, শাকসু,
শাকসু”, “দিল্লি না ঢাকা,ঢাকা","মব করে শাকসু বন্ধ করা যাবে না”, “গোলামি
না আজাদি,আজাদি”, লন্ডন না ঢাকা, ঢাকা" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ছাত্র
সংসদ বানচাল করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। কখনো ইসিকে ব্যবহার করে
বিবৃতি আদায় করা হয়েছে। আবার কখনো আইনজীবীদের দিয়ে আবেদন করিয়েছে। একটি
ছাত্র সংসদ বন্ধ করতে ‘মব’ সৃষ্টি করার এমন নজির দেশে বিরল। শাকসু
নির্বাচনে শিক্ষার্থীরাই আপনাদের লাল কার্ড দেখাবে। একইসঙ্গে আমরা গতকাল
নিহত র্যাব সদস্যের হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।”
বিক্ষোভ মিছিলে
উপস্থিত ছিলেন-মহানগরী ছাত্র শিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের
সদস্য হাছান আহমেদ, সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত, অফিস সম্পাদক
আব্দুল্লাহ খান, প্রকাশনা সম্পাদক আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
সভাপতি মোজাম্মেল হোসেন আবিরসহ অন্যান্যরা।
