
কুমিল্লা-১০
(লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার
মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তার প্রতিক্রিয়ায় স্বরূপ গফুর ভূইয়া
বলেছেন, আমি সারেন্ডার করেছি, হাইকোর্টে সেটির ফয়সালা হবে।
গফুর ভূইয়া
বলেন, আমার মামলার তথ্য এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়টি হলফনামায় উল্লেখ
করিনি সেজন্য সারেন্ডার করেছি। হাইকোর্টে সেটির ফয়সালা হবে।
প্রসঙ্গত,
রোববার বিকেলে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভূইয়ার মনোনয়ন
বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে তার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল করা
হয়। আপিলে দ্বৈত নাগরিক বলে অভিযোগ করা হয়। গফুর ভূইয়া আপিল শুনানিতে
অনুপস্থিত ছিলেন। ইসি তার মনোনয়নপত্রটি বাতিল করে।
কুমিল্লা-১০
(লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন পান আব্দুল গফুর ভূইয়া। ওই আসনে
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
মোবাশ্বের আলম ভূইয়া। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন
মোবাশ্বের। তার মনোনয়নও বাতিল করা হয়। ওই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত
প্রার্থী ইয়াছিন আরাফাত।
