কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে এক আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।
বিজিবি
সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ
সীমান্ত এলাকায় নিয়মিত প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার
পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান
পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার আদর্শ
সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহলদল
পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের ৭০০ গজ বাংলাদেশের
অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবি টহলদল ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও
একটি মোবাইল ফোনসহ একটি কারে এক আসামীকে আটক করে। একই সময়ে সীমান্তের প্রায়
০৩ কিলোমিটার অভ্যন্তরে পাঁচথুবী নামক স্থানে আরও একটি অভিযানে ১৬,০০০ পিস
ইয়াবা ট্যাবলেটসহ একটি স্কুটি মোটরসাইকেল আটক করা হয়।
বিজিবি আরও
জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ
এলাকায় মোট এক আসামীসহ সর্বমোট ১৬,৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।
আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৩,১২,৩০০/- (তিপ্পান্ন লক্ষ বারো হাজার
তিনশত) টাকা।
আটককৃত আসামী, মাদকদ্রব্য, মোবাইলফোন ও যানবাহনের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
