বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবাসহ এক আসামী আটক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০১.২০২৬ ১:৫৭ এএম |



  কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয়  ইয়াবাসহ এক আসামী আটককুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে এক আসামীসহ বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আওতাধীন বিবিরবাজার বিওপি এবং কটকবাজার পোস্টের বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজীপুর নামক স্থানে বিজিবি টহলদল ৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ একটি কারে এক আসামীকে আটক করে। একই সময়ে সীমান্তের প্রায় ০৩ কিলোমিটার অভ্যন্তরে পাঁচথুবী নামক স্থানে আরও একটি অভিযানে ১৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি স্কুটি মোটরসাইকেল আটক করা হয়।
বিজিবি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট এক আসামীসহ সর্বমোট ১৬,৯৯১ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৩,১২,৩০০/- (তিপ্পান্ন লক্ষ বারো হাজার তিনশত) টাকা।
আটককৃত আসামী, মাদকদ্রব্য, মোবাইলফোন ও যানবাহনের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২