বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদান
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০১.২০২৬ ১:৫৭ এএম |




  শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদানগতকাল ২০ জানুয়ারি ২০২৫ সনের  বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনিতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় হওয়া ১৫ শিক্ষার্থী এবং সমগ্র স্কুলে ১ম, ২য় ও ৩য় হওয়া ৪ জন শিক্ষার্থীকে এ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রজন্ম টেকনোলজিসের সিইও প্রকৌশলী মোহাম্মদ আবু নোমানের পক্ষ থেকে পুরুষ্কৃত করা হয়। পুরুস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে আগামী দিনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তরুন উদ্যেক্তা মোহাম্মদ আবু নোমান, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায় এবং কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মো: আবদুর রব। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা। অতিথিগণ শতবর্ষী এই প্রতিষ্ঠানের অতীত সুনাম ও সাফল্য ফিরিয়ে আনতে সচেতন এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২