গতকাল
২০ জানুয়ারি ২০২৫ সনের বার্ষিক পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনিতে উত্তীর্ণ
১ম, ২য় ও ৩য় হওয়া ১৫ শিক্ষার্থী এবং সমগ্র স্কুলে ১ম, ২য় ও ৩য় হওয়া ৪ জন
শিক্ষার্থীকে এ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রজন্ম
টেকনোলজিসের সিইও প্রকৌশলী মোহাম্মদ আবু নোমানের পক্ষ থেকে পুরুষ্কৃত করা
হয়। পুরুস্কার হিসেবে প্রত্যেককে ক্রেস্ট ও নগদ ৩ হাজার টাকা করে প্রদান
করা হয়। সেই সাথে আগামী দিনে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তথ্য
প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বিশেষ
প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:
মনির আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ
অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদানের লক্ষ্যে বক্তব্য রাখেন
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তরুন উদ্যেক্তা
মোহাম্মদ আবু নোমান, লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
মোহাম্মদুল্লাহ, বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের
প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী প্রধান
শিক্ষক লিটন চন্দ্র রায় এবং কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের খন্ডকালীন
শিক্ষক মো: আবদুর রব। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং
শিক্ষার্থীরা। অতিথিগণ শতবর্ষী এই প্রতিষ্ঠানের অতীত সুনাম ও সাফল্য ফিরিয়ে
আনতে সচেতন এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে
কাজ করার আহবান জানান।
