রণবীর ঘোষ কিংকর।
ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী
ড. রেদোয়ান আহমেদ এর প্রার্থীতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করে একই
আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থিত নেতা-কর্মীরা। প্রার্থী ড. রেদোয়ান
আহমেদ ঋণ খেলাপী এবং হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে তার প্রার্থীতা
বাতিল চেয়ে সোমবার (১৯ জানুয়ারি) উচ্চ আদালতে রিট আবেদনটি করা হয়।
মঙ্গলবার
(২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম এর
বেঞ্চে ১০৪৯নং রিট আবেদনটির শুনানি শেষে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে রিট
আবেদনটি খারিজ করা হয়।
চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি ও স্বতন্ত্র
প্রার্থী আতিকুল আলম শাওন এর চাচাতো ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মো.
সাইফুল্লাহ বাপ্পি, পৌর বিএনপি সহ-সভাপতি সহিদুজ্জামান সরকার, কামাল হোসেন,
পৌর বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদল
যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান খাঁন সহ ৭জন রিটে আবেদনকারী হন। এতে প্রধান
নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার ও বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে
পক্ষ করা হয়।
প্রার্থী ড. রেদোয়ান আহমেদ এর আইনজীবী ব্যারিস্টার রুহুল
কুদ্দুস কাজল জানান- রিটার্নিং অফিসার যে প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন
সেখানে কোন প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে রিট অগ্রহণযোগ্য। আমরা
আদালতকে সুস্পষ্ট ভাবে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট
হয়ে রিট আবেদনটি খারিজ করে দেন। মূলত প্রতিপক্ষের লোকজন প্রার্থী ড.
রেদোয়ান আহমেদকে নির্বাচনী মাঠে ক্ষতি করা সহ তার সম্মানহানী করার অপচেষ্টা
করেছেন। এরই সাথে প্রার্থী ড. রেদোয়ান আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা
করতে কোন আইনী বাধা নেই।
