কুমিল্লার
লালমাইয়ে একটি নার্সারির দেড় শতাধিক ফলজ গাছ ও চারা রাতের অন্ধকারে কেটে
ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের
নুরপুর গ্রামের আবদুর রহমান নামক নার্সারিতে এই ঘটনা ঘটে।এতে কমপক্ষে ১
লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত নার্সারি
ব্যবসায়ী প্রবাস ফেরত মনতাজ উদ্দিন।
ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক ও তার
স্বজনরা জানায়, রবিবার ১৮ জানুয়ারি প্রতিদিনের ন্যায় সকালে নার্সারিতে এসে
দেখতে পান রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মাল্টা, দার্জিলিং কমলা, রামবুটান,
অ্যাভোকাডো, ডুরিয়ান, উন্নত জাতের আম, পেয়ারা, মিষ্টি জলপাই, জাম্বুরা,
আনার, জাপানি ব্ল্যাক স্টোন, আমরুজ সহ বিভিন্ন প্রজাতির গাছের দেড় শতাধিক
গাছ ও চারা কেটে ফেলে রেখেছে। তিনি বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। কে
বা কারা এ কাজ করলো বুঝতে পারছি না। এসময় কাটা গাছ ধরে অঝরে কেঁদে নার্সারি
মালিক মনতাজ বলেন আমি একজন প্রবাস ফেরত গত দুই বছর আগে প্রবাস থেকে নিঃস্ব
হয়ে ফেরত এসে শুরু করি নার্সারি ব্যবসা। ভ্যান গাড়ি ফেরি করে চারা বিক্রি
করতাম,ভ্যান গাড়িটিও নিয়ে গেছে। উপার্জনের একমাত্র অবলম্বন বন্ধ হওয়ায়
পরিবার নিয়ে খুব কষ্ট পাচ্ছি।এ ঘটনায় লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করা
হয়েছে।
লালমাই থানা অফিসার ইনচার্জ মো : নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
