ইংল্যান্ডের
উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ‘ইন্টারন্যাশনাল অ্যালামনাই অ্যাওয়ার্ড
ফর ডিস্টিংগুইশড সার্ভিসেস’ পদক লাভ করায় রেজওয়ানা আহমেদ’কে কুমিল্লার
চান্দিনায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি সাবেক প্রতিমন্ত্রী
বীরমুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর জ্যেষ্ঠ কন্যা। এছাড়া ওই সংবর্ধনায়
আমাজন ডট কম-এ তার লেখা প্রথম বই ‘দ্য ফিস, সার্কেল এন্ড ট্রায়াঙ্গেল’
প্রকাশ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাসে রেজওয়ানা আহমেদ আর্ট
গ্যালারি স্থাপন এবং তাঁর ৫০ তম জন্মদিন কেও উপলক্ষ করা হয়।
সোমবার (১৯
জানুয়ারি) বিকেলে রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন এর আয়োজনে চান্দিনা রেদোয়ান
আহমেদ কলেজ মাঠে ওই সংবর্ধনা হয়। পরে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে
রেজওয়ানা আহমেদ আর্ট গ্যালারি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি’র
প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০তম জন্মদিন উপলক্ষে তাঁর
আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন- মাওলানা মোশারফ হোসেন।
রেজওয়ানা আহমেদ ‘দ্য ক্রাফ্ট ভিলেজ’ নামের সামাজিক উদ্যোগ এর প্রতিষ্ঠাতা।
এতে
বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান
মঈন আহমেদ রবিন। কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া ও রিতা রানী
সরকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- কলেজের আজীবন দাতা সদস্য মমতাজ
আহমেদ, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, অধ্যাপক রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে
চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, মহিচাইল
শহীদ জিয়াউর রহমান কলেজ এবং জোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
