লাকসাম বাজারের বিশিষ্ট ভাঙারি ও মুদি ব্যবসায়ী আবু তাহেরের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার লাকসাম উপজেলার ৫ নং গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে।
অভিযোগ
অনুযায়ী, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ
করে মাছ নিধন করে। সকালে পুকুরে অসংখ্য মৃত মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়দের
মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড়
জমান। ভুক্তভোগী ব্যবসায়ী আবু তাহের বলেন, “রাতের আঁধারে কেউ বা কারা আমার
পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
