মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১৬ এএম |


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান।
গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মুঃ রেজা হাসান উপজেলা প্রশাসনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি গ্রাম পুলিশের দক্ষতা ও কর্ম উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
এছাড়াও তিনি ব্রাহ্মণপাড়া উপজেলায় নবনির্মিত সরকারি ভবন ও উপজেলা মিলনায়তনের উদ্বোধন করেন এবং উপজেলা ভূমি কর্মকর্তার অফিস পরিদর্শন করেন এবং সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। এ সময় ভূমি সংক্রান্ত সেবা আরও জনবান্ধব ও দ্রুততর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রেজওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবদুল মতিন, মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২