মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২
‘জাল সনদে চাকরি’ চট্টগ্রাম পুলিশ সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:১৬ এএম |



শিক্ষাগত যোগ্যতার সনদ জাল করে চাকরি নেওয়ার অভিযোগে চাকরিপ্রার্থী ও সনদ যাচাইয়ের দায়িত্বে থাকা পুলিশ সদস্যসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে নিজ কার্যালয়ে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের (বিএফআরআই) গাড়ি চালক খালেদ মোশাররফ রিয়াজ, সুইপার স্বপন সরকার, দারোয়ান মো. ফরিদ আহম্মদ ও আলমগীর হোসাইন, রামগতি থানার তৎকালীন এসআই মো. রফিক, চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার তৎকালীন এএসআই মো. মনির হোসেন, খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার তৎকালীন এসআই আবদুল বাতেন ও গাইবান্ধা জেলা পুলিশের তৎকালীন ডিআইও আতিকুর রহমান।
দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে বিএফআরআই এর গাড়ি চালক, সুইপার ও দারোয়ান পদে চারজনের চাকরি হয়। এসব চাকরি শিক্ষাগত যোগ্যতা ছিল অষ্ট শ্রেণি পাস। তাদের চাকরি স্থায়ী করা হলেও জাল সনদ দেওয়ার অভিযোগ ওঠে। পরে দুদক এ ঘটনা তদন্ত করে চারজনের সনদ জাল হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
তারা গত বছরের ২৯ জুন পর্যন্ত ওই চার কর্মচারী বেতন-ভাতা বাবদ আনুমানিক ৮৭ লাখ টাকা সরকারি কোষাগার থেকে আত্মসাৎ করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, পারস্পরিক যোগসাজশ ও অসৎ উদ্দেশ্যে দায়িত্বের অপব্যবহার করে ওই চার কর্মচারীর দাখিল করা ৮ম শ্রেণি পাসের ভুয়া প্রত্যয়নপত্রগুলোকে সঠিক বলে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন দেয় এবং এ রিপোর্টের ভিত্তিতে চার কর্মচারীর চাকরি স্থায়ী হয়। সেকারণে চার পুলিশ সদস্য তাদের যোগসাজশে অর্থ আত্মসাতে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২