মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২
ব্রিজের ওপর থেকে যাত্রীবাহী বাস উল্টে খালে
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম |



চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় জৈনপুর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রিজের কছে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার মধ্যে নাগদা গ্রামের রাকিব (২৫), নওগাঁও গ্রামের রুবি বেগম (৪৯), ফরিদগঞ্জ উপজেলার মোস্তফা কামাল (৬৫) ও লাভলু (৪৫), হাইমচর উপজেলার ইয়াসমিন আক্তার (২৪) ও তার ছেলে বায়েজিদ (৩), চাঁদপুর সদর উপজেলার সফিকর রহমানকে (৪০) মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়া, স্থানীয় বিভিন্ন ক্লিনিকে আরও ৮ থেকে ১০ জন চিকিৎসা সেবা নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ৩০-৩৫ জন যাত্রী নিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে জৈনপুরী পরিবহনের একটি বাস। একটি ব্রিজে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।
মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ছয়জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও বাসের হেলপার পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি
গফুর- মোবাশ্বের দুই জনই বাদ পড়লেন
কুমিল্লায় যুবক জয় চক্রবর্তী নিখোঁজ উদ্বিগ্নপরিবার
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২