
বাংলাদেশ
প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও পরের
তিন ম্যাচে হেরেছে ঢাকা ক্যাপিটালস। রাজধানীর দলটিতে হারের বৃত্ত থেকে বের
করলেন অলরাউন্ডার নাসির হোসেন। তার রেকর্ডগড়া ফিফটিতে নোয়াখালী এক্সপ্রেসকে
৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে এটা নোয়াখালীর
টানা পঞ্চম হার।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬
উইকেটে ১৩৩ রান করে নোয়াখালী। জবাবে ৩৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত
হয় ঢাকার।
১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায়
ঢাকা ক্যাপিটালস। কিন্তু দলের ওপর চাপ পড়ার সুযোগ দেননি দ্বিতীয় উইকেটে
খেলতে নামা নাসির হোসেন। পাওয়ার প্লেতে ব্যাট হাতে ক্রিজে ঝড় তুলেন তিনি।
প্রথম ছয় ওভারে ঢাকার স্কোর-বোর্ডে যোগ হয় ৬৪ রান।
এর মাঝেই ব্যক্তিগত
অর্ধশতক পূর্ণ করেন নাসির। ফিফটি করতে মাত্র ২১ বল খেলেছেন এই ডানহাতি
ব্যাটার। তাতেই হয়েছে রেকর্ড। এবারের আসরে এটাই দ্রুততম ফিফটি। এর আগে
রেকর্ডটি ছিল রংপুর রাইডার্সের কাইল মেয়ার্সের অধীনে। চট্টগ্রাম রয়্যালসের
বিপক্ষে ২৩ বলে অর্ধশতক করেছিলেন তিনি।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয়
নিয়েই মাঠ ছাড়েন নাসির। মাত্র ৫০ বলে ৯০ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ২৯
রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম।এদিকে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে
নোয়াখালী। বরাবরের মতোই শুরুটা ভালো হয়নি তাদের। মাত্র ৪০ রানের মাথায়
হারায় প্রথম পাঁচ ব্যাটারকে। ষষ্ঠ উইকেট জুটিতে চাপ সামলে দলকে মোটামুটি
একটা স্কোর এনে দেন অধিনায়ক হায়দার আলী ও মোহাম্মদ নবী। এসময় দুজন মিলে
গড়েন ৯০ রানের জুটি। ৩৬ বলে ৪৭ রান করেন হায়দার। আর ৩৩ বলে ৪২ রানে অপরাজিত
থাকেন নবী। এছাড়া ১৯ বলে ২৪ রান আসে মাজ সাদাকাতের ব্যাট থেকে। বাকি
ব্যাটারদের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ঢাকা ক্যাপিটালসের হয়ে একটি করে উইকেট নেন ছয়জন বোলার।
