শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২
নাসরিন একাডেমির জালে এবার ১৫ গোল, সাগরিকার ৫টি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১২:০৩ এএম আপডেট: ০৮.০১.২০২৬ ২:২০ এএম |



 নাসরিন একাডেমির জালে এবার ১৫ গোল, সাগরিকার ৫টি

শিরোপাধারী নাসরিন একাডেমির বিপক্ষে ম্যাচ মানেই যেন প্রতিপক্ষের জন্য গোলের বাঁধনহারা উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য! উইমেন’স ফুটবল লিগে এবার যেমন তাদের জালে ১৫বার গোলের আনন্দ উদযাপন করল বাংলাদেশ পুলিশ এফসি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার নাসরিন একাডেমিকে ১৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে পুলিশের হয়ে হ্যাটট্রিকের আলো ছড়িয়েছেন সাগরিকা। সব মিলিয়ে এই ফরোয়ার্ড পাঁচবার পেয়েছেন জালের দেখা।
এছাড়া জয়ী দলের সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাবিনা আক্তার রুবি ও রোজানা বিনতে রিজভি ২টি করে এবং সুরমা জান্নাত ও কোহাতি একটি করে গোল করেন।
এ নিয়ে তিন ম্যাচে ৩৫ গোল হজম করল লিগের শিরোপাধারীরা। নবাগত দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কাছে ৮-০ গোলে হেরে যাত্রা শুরুর পর তারা হারিয়েছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের বিপক্ষে হেরেছিল ১২-০ ব্যবধানে।
সপ্তম মিনিটে সানজিদা আক্তারের কর্নারে কোহাতি কিসকু হেডে খোলে নাসরিন একাডেমির গোলমুখ। ২০তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে আগুয়ান গোলকিপারের চার্জে শুরুতে বল হারালেও পরে ফিরে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। এরপর ৩২ ও ৩৬তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করা এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে লক্ষ্যভেদ করেন আরও দুইবার।
এরপর প্রথমার্ধেই আরও ছয় বার তাদের জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পুলিশ এফসি। তবে বিরতির আগে ৪২তম মিনিটে সুমি রানী গোললাইন সেইভ না করলে ব্যবধান বাড়ত আরও।
দ্বিতীয়ার্ধে গোলের বন্যায় ভাসতে থাকে নাসরিন একাডেমি। এ অর্ধে তারা আরও সাত গোল হজম করে, টানা তৃতীয় হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
দিনের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ নিয়ে তিন ম্যাচে শতভাগ জয় পেল তারা।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা, প্রকৌশলীকে হুমকি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না
কুমিল্লার পুলিশ সুপারকে সরিয়ে দিতে বলেছে জামায়াত ইসলামী
কুমিল্লার এসপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
কুমিল্লায় ওসমান হাদির গ্রাফিতিতে কালো রঙ লেপন
সাবেক উপদেষ্টা আসিফের বক্তব্যের প্রতিবাদে কায়কোবাদ সমর্থকদের ঝাড়ু মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২