প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ পিএম |
কুমিল্লা ক্যাডেট কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোমতী হাউস এবং মেঘনা হাউস রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। ঐতিহ্যবাহী কুমিল্লা ক্যাডেট কলেজে ৪১তম তিনদিন ব্যাপি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ বর্ণাঢ্য ও মনোরম পরিবেশে কলেজের নিজস্ব ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। মোট ৩১টি ইভেন্টে তিনটি হাউসের প্রায় শতাধিক ক্যাডেট ক্রীড়া প্রতিযেগিতায় অংশগ্রহণ করে।
এবার কুমিল্লা ক্যাডেট কলেজে সার্বিক চ্যাম্পিয়ন হয়-গোমতী হাউস, সার্বিক রানারআপ হাউস-মেঘনা হাউস, আন্তঃহাউস এথলেটিক্স চ্যাম্পিয়ন- তিতাস হাউস, জুনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট- সাদিকুর রহমান(নবম শ্রেণি), সিনিয়র গ্রুপে বেস্ট অ্যাথলেট হয়- মিয়া ফাতিন ইশরাক(দ্বাদশ শ্রেণি)।
আজ বুধবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সভাপতি রিয়ার এ্যাডমিরাল মাসুদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন মিসেস্ রনিমা ইকবাল। অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
পরে তরুণ ক্যাডেটদের উদ্দেশ্যে প্রধান অতিথি রিয়ার এ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন যে, 'ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াশিক্ষার বিশেষ প্রয়োজন। ক্রীড়াশিক্ষা তরুণ সমাজকে আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ সহায়তা প্রদান করে থাকে।'
এর আগে গত ২১ ডিসেম্বর সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবু হেনা মো. মিজানুর রহমান তিন দিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।