চাঁদ
দেখা যাওয়ায় দেশে আগামী ১৬ জানুয়ারি রাতে শবে মেরাজ পালিত হবে। রোববার
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ
তারিখ জানানো হয়। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে এ বৈঠকের
পর ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে শবে মেরাজের তারিখ জানানো হয়।
সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে রোববার রজব মাসের চাঁদ দেখা গিয়েছে।
ফলে সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৬ জানুয়ারি
শুক্রবার রাতে শবে মেরাজ উদযাপিত হবে।
শবে মেরাজের পরদিন সরকারি ছুটি থাকে। এবছর দিনটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।
হিজরি
সালের ২৬ রজব শবে মেরাজ পালিত হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের
রাতে হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ
করেছিলেন।
বিশ্বের মুসলমানরা এই রাত ইবাদতের মধ্য দিয়ে পালন করেন। কুরআন
তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান
তারা।
