সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২
সংবাদপত্র-সাংস্কৃতিক কার্যালয়ে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
বশিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৮ এএম আপডেট: ২২.১২.২০২৫ ১:৩৩ এএম |





 সংবাদপত্র-সাংস্কৃতিক কার্যালয়ে হামলার  প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা। রোববার বিকাল ৪টায় কুমিল্লা টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহাজাদা এমরানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ, রাষ্ট্র এমনকি মানবসভ্যতার অগ্রযাত্রায় নিরপেক্ষ প্রহরি ও পর্যবেক্ষকের ভূমিকা পালন করে আসছেন। তারা জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। অথচ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা আরও বলেন, এসব হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা চলছে। যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিক সমাজ সবসময় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাসী এবং ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অনলাইন-অফলাইনে পর্যবেক্ষণে প্রার্থীরা
কুমিল্লায় ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ
১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. শফিকুর রহমানের নেতৃত্বে ইসলামী সরকার গঠিত হবে: এমদাদুল হক মামুন
কুমিল্লা-১০ আসনে নারী নেত্রী শিউলীর মনোনয়নপত্র সংগ্রহ
দেবিদ্বারে ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার
কুমিল্লা দ. জেলা বিএনপির কমিটিতে তিনজনের অন্তর্ভূক্তি
জানাজায় অংশ নেয় লাখো মানুষ
বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অবৈধ দুই ইটভাটা বন্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২