দেশের
শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং বিভিন্ন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগের
ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক
কর্মী ও সাংবাদিকরা। রোববার বিকাল ৪টায় কুমিল্লা টাউন হলের সামনে এ
মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য
রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টিভির স্টাফ রিপোর্টার কাজী
এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ
হাসান, কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহাজাদা এমরানসহ আরও অনেকে।
বক্তারা
বলেন, সাংবাদিকরা সমাজ, রাষ্ট্র এমনকি মানবসভ্যতার অগ্রযাত্রায় নিরপেক্ষ
প্রহরি ও পর্যবেক্ষকের ভূমিকা পালন করে আসছেন। তারা জনগণের কল্যাণে এবং
দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। অথচ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতে
পরিকল্পিতভাবে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত
উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা আরও বলেন, এসব হামলার মাধ্যমে সাংবাদিকদের
ভয়ভীতি দেখিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা চলছে। যা গণতন্ত্র ও
মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। মানববন্ধন থেকে বক্তারা
সরকারের প্রতি জোর দাবি জানান সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং
সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত
আইনের আওতায় আনতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে যারা বাধা সৃষ্টি করছে,
তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন,
সাংবাদিক সমাজ সবসময় দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাসী এবং
ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকবে।
