
ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের কুমিল্লা ভেন্যুর খেলা আজ আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে। ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়। পরে উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে কুমিল্লা জেলা দল ১-০ গোলে কক্সবাজার জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে মুখরিত ছিল। কুমিল্লা ও কক্সবাজারের খেলোয়াড়রা সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করলেও শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকদের দৃঢ়তায় নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। দর্শকদের উপস্থিতিতে ম্যাচজুড়ে উত্তেজনা বিরাজ করে।
পেনাল্টি শুটআউটে কুমিল্লার গোলরক্ষক অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে কক্সবাজারের একাধিক শট রুখে দেন। অপরদিকে কুমিল্লার খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে শট নিয়ে একমাত্র গোলটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে নারী হকির প্রসার এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চ্যাম্পিয়ন কুমিল্লা দলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।
কুমিল্লায় শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের জোন–৪ এর খেলা। গত বুধবার দুপুরে কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে উদ্বোধনী দিনের ১ম ম্যাচে চট্টগ্রাম জেলা এবং সিলেট জেলা দলের খেলা গোলশূন্য ড্র হয়।
কুমিল্লার হকির ইতিহাস বেশ সমৃদ্ধ, বিশেষত সাম্প্রতিক সময়ে
রূপায়ন সিটি কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পেশাদার হকিতে তাদের পদার্পণ, এবং নারী হকিতে কুমিল্লা জেলা দল ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যা ইঙ্গিত করে যে কুমিল্লায় হকির ঐতিহ্য বিদ্যমান থাকলেও একাডেমী ও স্থানীয় পৃষ্ঠপোষকতার কারণে খেলাটি টিকে আছে, যদিও কিছু বছর ধরে লিগ আয়োজনে ঘাটতি ছিল।
