কুমিল্লার
মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক এবং জামিয়া দারুল উলুম
মুহিউস সুন্নাহ করিমপুরের নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবির এক ভয়াবহ ও
কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টায় নিজ
বাড়ির সামনে একদল কালো মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
পারিবারিক
ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে
নিজ বাড়ি থেকে মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় ওত পেতে থাকা একদল
মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে
এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাঁর আর্তচিৎকারে স্থানীয়রা
এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে
উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে
আঘাত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত
চিকিৎসার জন্য তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের
পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ন্যাক্কারজনক
হামলার খবর ছড়িয়ে পড়লে আলেম সমাজ ও তৌহিদী জনতার মধ্যে তীব্র ক্ষোভের
সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম ও সাধারণ মানুষ এই হামলার তীব্র
নিন্দা জানিয়েছেন। তাঁরা বলছেন, একজন শান্তিপ্রিয় আলেম ও সামাজিক
ব্যক্তিত্বের ওপর নিজ বাড়ির সামনে এমন হামলা আইন-শৃঙ্খলার চরম অবনতিরই
বহিঃপ্রকাশ। অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের শনাক্ত করে
গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা বলেন, মুখোশধারী
সন্ত্রাসীদের আড়াল থেকে বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে
হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই কঠিন সময়ে মুফতি মানসুর
কবিরের পরিবার ও শুভাকাঙ্খীরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া
চেয়েছেন।
খবর পেয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম
কামরুজ্জামান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান
রাত আনুমানিক সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তখন দ্রুত সন্ত্রাসীদের
গ্রেফতার করার আশ^াস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।
