নিজস্ব
প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের
প্রতিবাদে কুমিল্লায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন
করেছে।শুক্রবার জুম্মার নামাজের পর জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহবিভিন্ন রাজনৈতিক
দল ও সংগঠনের নেত-কর্মী সমর্থকদের সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও
মোড়ে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা কুমিল্লা নগরীর পূবালী
চত্বর এলাকায় এসে সমবেত হয়। সেখানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের
নেতারা। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে একজন
মানুষকে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। তারা অভিযোগ করেন,
অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় এমন হত্যাকাণ্ড বাড়ছে। অবিলম্বে দোষীদের
গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ সময়
বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ, সাধারণ
সম্পাদক নাজমুল পঞ্চায়েত, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক মাসুমুল বারি
কাউসারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
