শহীদ
শরিফ উসমান হাদি হত্যার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে সংহতি জানিয়ে
কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের
মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে শুক্রবার জুম্মার
নামাজ শেষে এই কর্মসূচির আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি।
মিছিলে
নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুবদলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ফারুক আহমেদ বাদশা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম। এছাড়াও
উপজেলা বিএনপির সদস্য সোহেল আহমেদ বাবুসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিপুল
সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ন্যায়,
সত্য ও মানবিকতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। আধিপত্যবাদী শক্তির
বিরুদ্ধে যে বিপ্লবী জাগরণ তৈরি হয়েছে, তার অংশ হিসেবেই তারা রাজপথে
নেমেছেন। অবিলম্বে শহীদ শরিফ উসমান হাদি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান তারা।
