ভারতের ‘পাচারের শিকার’ শিশুসহ ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার রাতে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম সাখাওয়াত হোসেন।
ফেরত আসাদের মধ্যে সাতজন নারী, পাঁচজন শিশু ও ১২ জন পুরুষ রয়েছে। তাদের বাড়ি ঢাকা, কুমিল্লা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের ওসি সাখাওয়াত বলেন, পাচারের শিকার হওয়া এই ২৪ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অবস্থান করার দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্পে আটক ছিলেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তাদের মুক্তির পর দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী, আই.এ.এস.-এর কার্যালয় থেকে আদেশনামায় এ ২৪ জনকে দ্রুত ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ বলেন, থানা পুলিশের আইনগত কার্যক্রম শেষে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম বলেন, ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অধিকাংশরা স্বামী-স্ত্রী ও সন্তান নিয়ে আছেন।
তাদের একজনের বাড়ি কুমিল্লা, একজন ঢাকার এবং বাকিরা সবাই বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলের।
তাদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।
